Dinamkhobar

Post Top Ad

Saturday, September 23, 2023

২৪ সেপ্টেম্বর আদিবাসী কল্যাণ সমিতির পশ্চিম বর্ধমান জেলার জেলা সম্মেলন ।

 


২৪ সেপ্টেম্বর রোববার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পশ্চিম বর্ধমান জেলা শাখার প্রথম দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জেলা সম্মেলনটি রানীগঞ্জের নিকট জেমারি এলাকায় জে. কে. নগর উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে শুরু হবে। ওই দিনে জেলা কমিটির পুনর্গঠন ছাড়াও কাঁকসা, রানীগঞ্জ, সালানপুর, বারাবনির ব্লক কমিটি এবং আসানসোল সদর ও দুর্গাপুর সদরের ব্লক কমিটি ঘোষণার কথা জানানো হয়েছে। সারা রাজ্য জুড়ে যেভাবে অ- আদিবাসী শ্রেণীর মানুষজন এসটি সার্টিফিকেট হাতিয়ে আদিবাসীদের জন্য ধার্য যাবতীয় সাংবিধানিক অধিকারে থাবা বসাচ্ছে, তাতে করে নিজেদের অস্তিত্বের অশনি সংকেত দেখছে আপামর আদিবাসী জনগণ। সারা জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন একত্রিত হবেন বলে আশা করছে অ্যাসোসিয়েশনের সদস্যরা। জেলা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন বালক রাম সরেন, রাজ্য সভাপতি মিতন চন্দ্র টুডু এবং সম্পাদক পার্শাল কিস্কু।

No comments:

Post a Comment

Post Top Ad