Dinamkhobar

Post Top Ad

Monday, September 25, 2023

২৪ সেপ্টেম্বর রানীগঞ্জে সম্পন্ন হল আদিবাসী কল্যাণ সমিতির পশ্চিম বর্ধমান জেলার সম্মেলন




অত্যন্ত জাঁকজমক সহকারে এবং বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে আলোচনা সহযোগে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পশ্চিম বর্ধমান জেলা শাখার প্রথম দ্বি-বার্ষিক জেলা সম্মেলন সংঘটিত হলো গত ২৪ সেপ্টেম্বর। সম্মেলনটি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের জে. কে. নগর উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হল। এই সম্মেলনে জেলা কমিটি গঠনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্লক এবং সদর কমিটির গঠিত হলো। বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসী মহিলা এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল নজর কাড়ার মত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন বালক রাম সরেন, রাজ্য সভাপতি মিতন চন্দ্র টুডু, এবং রাজ্য সম্পাদক পার্শাল কিস্কু সহ অন্যান্যরা। সমিতির পতাকা উত্তোলন এবং ডঃ বি. আর. আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের পর উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনন্ত বেসরা, পশ্চিম বর্ধমান বারাবনি অঞ্চলের জয়েন্ট বিডিও শিবানী মুর্মু সহ গবেষক মৌলি মাঝি, স্কুল শিক্ষক ইন্দ্রানী টুডু প্রমুখেরা। মূলত ফেক এসটি সার্টিফিকেটধারীদের নির্মূলের উপায় বা সেই সংক্রান্ত রণকৌশল আলোচনার মাধ্যমে উঠে এলো। জেলা সম্মেলনে নবগঠিত জেলা কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে গৌতম মুর্মু এবং সম্পাদক পবন চন্দ্র সরেন। সম্মেলনে ডাক্তার, প্রফেসর, শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষজনের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী ২৯ সেপ্টেম্বর কলকাতার রানী রাসমণি তে গণবিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকার জন্য আপামর আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad