উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার বৃহৎ অংশ জুড়ে অ-আদিবাসীরা, আদিবাসীদের ভয় দেখিয়ে জোরপূর্বক আদিবাসী পরিচিতির শংসাপত্র লিখিয়ে নিচ্ছে এই অভিযোগ তুলে আগামী ২৬ এবং ২৭ সেপ্টেম্বর যথাক্রমে ক্যানিং এবং বসিরহাট মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিতে চলেছে আদিবাসীরা। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া একটি ঘোষণা পত্রে দেখা যাচ্ছে তাতে লেখা "এতদ্বারা নিম্নলিখিত স্বাক্ষরকারী গন এই মর্মে ঘোষণা করছি যে, শ্রী/ শ্রীমতি __ পিতা __ গ্রাম __ পোস্ট __ ব্লক __ থানা __ জেলা __ এর স্থায়ী বাসিন্দা।
আমরা উক্ত ব্যক্তিকে চিনি ও জানি উক্ত পরিবার তপশিলি উপজাতি শ্রেণীর __ সম্প্রদায় ভুক্ত এবং সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন, এর অন্যথা প্রমাণিত হলে আমরা আইন অনুযায়ী শাস্তি গ্রহণ করব। ইতি বিনীত--" এখনো পর্যন্ত পাওয়া খবরে ইতিমধ্যেই দুই জেলার অনেকখানি এলাকা জুড়ে বেশ কিছু অ-আদিবাসী শ্রেণীর মানুষজন আদিবাসীদের দিয়ে এই ঘোষণাপত্রে ইচ্ছামত লিখিয়ে নিচ্ছে। মূলত পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ক্যানিং এবং বসিরহাট মহকুমা শাসকের নিকট আদিবাসীরা গণ ডেপুটেশনের মাধ্যমে এই ঘটনার বিহিত চেয়ে মেমোরাণ্ডাম নাম জমা দেবে বলে জানিয়েছে। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট জেলার জেলাশাসক এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের আধিকারিক সহ এন.সি.এস.টি.দিল্লিতে অভিযোগ জানানো হবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রশাসন অতি দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আদিবাসীরা।

No comments:
Post a Comment