Dinamkhobar

Post Top Ad

Wednesday, October 25, 2023

পনত পারানিক অর্জুন হেমরমের অকাল প্রয়াণে শোকস্তব্ধ আদিবাসী সংগঠন।

 

আদিবাসীদের সংবিধানিক অধিকার আদায়ের জন্য এক লড়াকু নেতৃত্ব ছিলেন অর্জুন হেমরম। তিনি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এর প্রধান উদ্যোক্তা ছিলেন। ভারত জাকাত মাঝি পারগানা মহলের রাজ্যের পারানিক বাবা অর্জুন হেমরম সবাই কে ছেড়ে চলে গেলেন। গত 22শে অক্টোবর মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় সবাইকে ছেড়ে চলে গেলেন। সাংগঠনিক কাজের জন্য হুগলিতে রাজ্য ও কেন্দ্র কমিটির আলোচনা সভা ছিল। এবং সেই সভা থেকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। ঐদিন পশ্চিমবঙ্গ  পারগানা মহলের পনত পারগানা রবীন্দ্রনাথ মুর্মু ও অর্জুন হেমরম হাওড়া মেদিনীপুর লোকালে বাড়ি ফিরছিলেন । কিন্তু বালিচক এর কাছাকাছি ডুয়া রেলওয়ে স্টেশনে বাথরুমের জন্য অর্জুন হেমব্রম নেমেছিলেন। হঠাৎ যখন আবার ট্রেন ছাড়ে সেই সময় ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। আদিবাসী সংগঠনের পক্ষ থেকে জানা যায় যে দুর্ঘটনা হওয়ার পরেও রেল কর্তৃপক্ষ কোন সাহায্যর হাত বাড়ায়নি। পরবর্তী ট্রেনের মাধ্যমে যাত্রীরাই মেদিনীপুরে অর্জুন হেমব্রম কে দু'ঘণ্টা পরে পৌঁছায়। এবং সেখান থেকে তাকে যখন মেদিনীপুর মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অর্জুন হেমরম 1968 সালের 22শে মে  গ্রাম চাঁদমুড়া, পোস্ট মঙ্গলবন্দী, থানা আনন্দপুর, জেলা পশ্চিম মেদিনীপুরে জন্মগ্রহণ করেন।  তাঁর পিতার নাম প্রয়াত কিশোরীমোহন হেমব্রম এবং মাতার নাম পানমনি হেমব্রম।  তিনি চাঁদমুড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভ করেন।  তারপর তিনি 1979 সালে গোদাপিয়াশাল M.G.M  হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন এবং 1985 সালে ফাস্ট ডিভিশনে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন।  তিনি যখন মাধ্যমিক পরীক্ষার ছাত্র ছিলেন তখন বাবাকে হারান।  তারপর তিনি নয়াবাসত পিএম শিক্ষানিকেতনে (এইচএস) ভর্তি হন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।  উচ্চ শিক্ষার জন্য তিনি মেদিনীপুর কলেজে বিএসসি কোর্সে ভর্তি হন।  আর্থিক সংকটের কারণে তিনি পড়াশোনা বন্ধ করে, ১৯৮৯ সালে ব্যাংক সার্ভিসে যোগ দেন।  পরে তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সম্মান) ডিগ্রি লাভ করেন। তিনি খড়গপুর কারেন্সি চেস্টে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসার ছিলেন।


 এছাড়াও তিনি আদিবাসী সোসিও এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন (ডব্লিউবি), অল ইন্ডিয়া সাঁওতালি রাইটাস এসোসিয়েশন এবং ভারত জাকাত মাঝি পরগনা মহল (ডব্লিউবি) এর সাথে যুক্ত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad