Dinamkhobar

Post Top Ad

Thursday, May 4, 2023

রানীগঞ্জের টিডিবি কলেজে সাঁওতালি বিভাগ খোলার জন্য দরবার করল আদিবাসীরা

 


আজ ৪ই মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে টিডিবি কলেজ, রানীগঞ্জে সান্তালি বিভাগ খোলার জন্য দাবি পত্র প্রদান করা হলো। যেখানে পড়শি রাজ্যে অল চিকির বিরোধিতা করা হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে সান্তালি বিভাগে অলচিকির মাধ্যমে পঠন-পাঠনের জন্য দরবার জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্য ছাড়াও আরো বিভিন্ন আদিবাসী দরদী মানুষজন এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় ৮০ জনের বেশি সাঁওতালি ভাষা প্রিয় মানুষ আজকের আলোচনা সভা এবং দাবি পত্র প্রদানে উপস্থিত হয়েছিলেন।

কলেজের অধ্যক্ষ আশীষ কুমার দে এই শিক্ষা বর্ষেই সান্থালি বিভাগ খোলার জন্য যথাযথ চেষ্টা করবেন বলে আদিবাসীদের আশ্বস্ত করেছেন। মূলত টিডিবি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক পার্শাল কিস্কু এবং ইংরেজির অধ্যাপক তথা মাস্টার্সের বিভাগীয় প্রধান পঙ্কজ কুমার সরেনের ব্যবস্থাপনায় ও সহযোগিতায় আজকের যাবতীয় আলোচনা ও কর্মকান্ড সংগঠিত হয়। এছাড়াও সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের হিন্দি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জয়রাম পাশওয়ান এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জয়ন্ত কুমার মন্ডল। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উন্নতি মুরমু কিস্কু, দমন কিস্কু, পবন সরেন সুকু মুর্মু প্রমুখেরা।

No comments:

Post a Comment

Post Top Ad