Dinamkhobar

Post Top Ad

Tuesday, April 18, 2023

বালুরঘাটে আদিবাসী মহিলাদের দন্ডি কাটানো এবং জেলা হাসপাতালে এসটি তালিকায় অ-আদিবাসী প্রার্থীর জয়েনের বিরুদ্ধে জেলা শাসকের নিকট আদিবাসীদের মেমোরান্ডাম।

 

স্বাধীনতার ৭৫ বছর পরও স্রেফ রাজনৈতিক দল বদলের জন্য কয়েকজন আদিবাসী মহিলাদের জোর করে কিছুদিন পূর্বেই যেভাবে দন্ডি কাটার শাস্তি দেওয়া হয় তা সারা ভারতবাসীর কাছে অত্যন্ত লজ্জার। এই ঘটনা নিয়ে আদিবাসীদের মধ্যে ক্ষোভ চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যেই বিভিন্ন গণসংগঠন একত্রিত ভাবে গত ১১ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর আদিবাসী যৌথ মঞ্চের পক্ষ থেকে জেলা শাসককে একটি স্মারকলিপি জমা দেয় আদিবাসীরা। কিন্তু পুলিশ এবং প্রশাসন প্রকৃত দোষীদের আড়াল করে অধস্তন কিছু দলীয় সমর্থককে গ্রেফতারের মাধ্যমে বিষয়টিকে লঘু করে দিতে চাইছে বলে মত পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যদের। 

আদিবাসী মহিলাদের দন্ডি কাটানোর ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারির দাবি নিয়ে এবং এট্রোসিটি এক্ট ১৯৮৯ প্রয়োগের মাধ্যমে প্রশাসন যাতে অতিসত্বর পদক্ষেপ নেয় তার দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আজ জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল। এরই সঙ্গে উল্লেখ্য বালুরঘাট জেলা হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপারেনটেনডেন্ট নন্ মেডিকেল গ্রেড টু পদে এসটি তালিকায় একজন অ- আদিবাসী প্রার্থীর জয়নিং এর বিরোধিতা করে এবং সন্দেহজনক প্রার্থীর যাবতীয় জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই এর মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়ে জেলা শাসকের নিকট আরেকটি মেমোরেন্ডাম জমা দেয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। এই বিষয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা সি.এম.ও. এইচ, হসপিটাল সুপারেনটেনডেন্ট, পিওকাম ডি.ডাব্লিউ অফিসার এবং মহকুমা শাসকের সঙ্গেও দেখা করে মেমোরেন্ডাম জমা দিয়েছে বলে জানা গেছে। মেমোরান্ডাম প্রদানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সভাপতি রমেশ কিস্কু, কোষাধক্ষ্য দুলাল সরেন, সদস্য সনাতন হেমব্রম সহ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বেলী মার্ডি, আইটি চেয়ারপারসন সিদন মুরমু প্রমুখরা।

No comments:

Post a Comment

Post Top Ad