Dinamkhobar

Post Top Ad

Monday, April 17, 2023

দাবি পূরণ হয়নি, ডিএম ঘেরাও কর্মসূচি চলতে থাকবে বলে সংগঠনের দাবি।


 সাঁওতালি শিক্ষার স্বার্থে আলাদা সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করার  সহ একাধিক দাবিতে জেলাশাসক কার্যালয় ঘেরাও করলো আদিবাসী সংগঠন। আজ ১৭ই এপ্রিল সকাল থেকে এই কর্মসূচি গ্রহণ করেছে আদিবাসী সামাজিক সংগঠন। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের এই কর্মসূচি । প্রখর রুদ্রের মধ্যেও আদিবাসী ছাত্র-ছাত্রীদের কেউ এই আন্দোলনে সামিল হতে দেখা গেল। ছাত্র-ছাত্রীদের দাবি যে তারা এক বছর যাবত হোস্টেল গ্র্যান্ড এর টাকা পায়নি। স্টাইপেন্ড ও ওয়েসিস না মেলায় ছাত্র-ছাত্রীরাও পথে নেমে আন্দোলন করছে বলে জানা যায়। মোট ৬ দফা দাবিতে এদিন আদিবাসী সামাজিক সংগঠন জেলাশাসক কার্যালয় ঘেরাও করে। সাঁওতালি শিক্ষার স্বার্থে আলাদা সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে। আদিবাসী ছাত্র-ছাত্রীদের সমস্ত হোস্টেল গ্র্যান্ড অবিলম্বে দিতে হবে এবং বন্ধ হওয়া হোস্টেল অবিলম্বে চালু করতে হবে। আদিবাসীদের তুলনায় আর্থিক, সামাজিক, শিক্ষাগত ও রাজনৈতিক ভাবে উন্নত আদিবাসী কুড়মি/কুর্মি মাহাত সম্প্রদায় সহ কোন  অ-আধিবাসী সম্প্রদায় কে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। এছাড়াও আরো একাধিক দাবিতে এদিন সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। আদিবাসীদের দাবি-দাওয়া নিয়ে সংগঠনের দুই জেলার প্রতিনিধি দের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়। কিন্তু কোন সমাধান সূত্র না মেলায় আন্দোলন চলতে থাকবে বলে সংগঠনের দাবি। সংগঠনের আন্দোলন আজ প্রথম দিন আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও ঠিক একই ভাবে আন্দোলন চলতে থাকবে বলে জানা যায়। সংগঠনের পক্ষ থেকে এটাও জানা যায় যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে ।

No comments:

Post a Comment

Post Top Ad