Dinamkhobar

Post Top Ad

Thursday, March 30, 2023

ধর্ষণ করে খুন, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রী কোয়েল হাঁসদাকে ।


 একদিন নিখোঁজ থাকার পর  ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী কোয়েল হাঁসদার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। গত ২৮ শে মার্চ বার্নপুর নিউ টাউন এলাকার অন্তর্গত ১২ নং রাস্তায় পাওয়া যায়। সাঁওতালি সাহিত্য জগতের লেখক ও বিশিষ্ট শিক্ষক লক্ষীনারায়ণ হাঁসদার কন্যা কোয়েল । গত ২৭ শে মার্চ থেকে নিখোঁজ ছিল কোয়েল হাঁসদা। আসানসোলের হীরাপুরে এক ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ । এই ঘটনা ঘিরে বুধবার উত্তাল হল হীরাপুর । থানার সামনে অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসীরা । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশ জানিয়েছে , এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে । তাদের মধ্যে এক মহিলাও রয়েছে । ধৃতদের জেরা চলছে । মৃতা ছাত্রী কোয়েল হাঁসদা ( ২২ ) । তাঁর বাড়ি হীরাপুর থানার বার্নপুরের নিউটাউন এলাকায় । মঙ্গলবার রাত ১০ টা নাগাদ নিউটাউনের ১২ নং রাস্তার পাশে ছাত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় । কোয়েল আসানসোলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , সোমবার সন্ধ্যা সাতটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন কোয়েল । তারপর থেকেই নিখোঁজ ছিলেন ওই কলেজ ছাত্রী । মঙ্গলবার রাত দশটা নাগাদ হীরাপুর থানায় খবর আসে নিউটাউন ১২ নম্বর রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে আছে । সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ যায় ও দেহটি উদ্ধার করে । পুলিশ ছাত্রীর বাবা লক্ষ্মীনারায়ণ হাঁসদাকে খবর দেয় । তিনি আসানসোল জেলা হাসপাতালে এসে দেহ শনাক্ত করেন । মৃতার বাবা জানান , মেয়ে সোমবার সন্ধ্যা সাতটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল । এক ঘণ্টার মধ্যে মেয়ে বাড়ি ফিরে না আসায় , মোবাইলে ফোন করি । কিন্তু তার ফোন বন্ধ ছিল । রাতে কোথাও মেয়ের খোঁজ না পেয়ে মঙ্গলবার সকালে হীরাপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় । রাত দশটার সময় পুলিশ তাঁকে মেয়ের মৃতদেহ উদ্ধার হওয়ার কথা জানায় । লক্ষ্মীবাবু বলেন , “ মেয়েকে পরিকল্পিতভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে । ” পুলিশের একটি সূত্রের খবর , প্রাথমিক তদন্তে অনুমান , প্রণয়ঘটিত সম্পর্কের জেরেই পরিকল্পনা করে খুন করা হয়েছে কোয়েলকে । কোয়েল কে খুনের ঘটনায় অভিযোগে সুনিতা হেমব্রম কে গ্রেপ্তার করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad