সারা ভারতবর্ষ ব্যাপী অমর শহীদ বাবা তিলকা মাঝির ২৭৪ তম জন্মদিন দিবস ব্যাপক ধুমধাম ভাবে উদযাপন করল আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন। সাঁওতাল সম্প্রদায়ের লোকেদের মতে তিলকা মাঝি'ই প্রথম শহীদ স্বাধীনতা সংগ্রামী। তথাকথিত ব্রাহ্মণবাদী রাষ্ট্র যদিও তার মূল্য দিতে চায় না বলে অভিযোগ নানা মহলের। এই আজকের দিনেই ১৭৫০ সালের ১১ই ফেব্রুয়ারি, তিলকা মাঝি জন্ম গ্ৰহণ করেন বিহারের তিলকাপুর সুলতানগঞ্জ গ্রামের এক অত্যন্ত গরিব পরিবারে। ১৭৮১ সাল নাগাদ ভাগলপুর অঞ্চলে এই তিলকা মাঝির নেতৃত্বে গড়ে ওঠে এক বিশাল মুক্তিবাহিনী, যা মূলত ইংরেজ বা জোতদারদের বিরুদ্ধে জমি বা জবরদস্তি খাজনা আদায়ের প্রতিবাদে গড়ে ওঠে। যদিও পরবর্তীতে এই মুক্তি দলের আন্দোলন ইংরেজদের এদেশ থেকে বিতাড়ণের উদ্দেশ্য নিয়ে পরিবর্তিত হয়। ১৭৮৪ সালের ১৩ই জানুয়ারি মুক্তি বাহিনীর সঙ্গে ইংরেজদের যুদ্ধে তিলকা মাঝির দ্বারা ভাগলপুরের কালেক্টর অগাস্টাস ক্লিভল্যান্ডের হত্যার মাধ্যমে আন্দোলন আরো তীব্রতর হতে থাকে। পরবর্তীতে তিলকা মাঝির মুক্তিবাহিনীর সঙ্গে লড়াইয়ে মুক্তিবাহিনী পরাজিত হয় এবং তিলকা মাঝিকে ১৭৮৫ সালের ১৩ই জানুয়ারি ফাঁসিতে ঝোলানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এরপরে ১৮৫৫ তে সাঁওতাল হুল সংগঠিত হয় বলে অনেকে মনে করে থাকেন। রাজ্যের অন্যান্য প্রান্তের মতোই পশ্চিম বর্ধমান জেলার জে.কে নগর বেলিয়াবাথান সিধু কানু ময়দানে আজ বাবা তিলকা মাঝির ২৭৪ তম জন্ম দিবস মহাসমারোহে উদযাপন করা হল। প্রধান উদ্যোক্তারা হলেন বাবা তিলকা মুরমু স্মৃতি রক্ষা কমিটি এবং আদিবাসী এভেন গাঁওতা বেলিয়াবাথান আঁটপাড়া। সারাটা দিন জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের বিশেষ দিনটিকে উদযাপিত করা হয়। পুরুষ ও নারীদের তির নিক্ষেপ প্রতিযোগিতা, লাগড়ে এনেজ, গণ মিছিল, বাবা তিলকা মাঝির মূর্তিতে মাল্যদান সহ আলোচনা সভা এবং বিভিন্ন সাংস্কৃতিক গান ও নাচের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাবা তিলকা মুরমু স্মৃতি রক্ষা কমিটির সভাপতি রমেশ টুডু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলিয়া বাথান দশ পাড়া খাদানপাড়া, তেঁতুল ডাঙ্গা, গোয়াল ডাঙ্গা, রুপাই ধাওড়া, বাকা ডাঙ্গা, ভগন কুলহি , বাবু ডাঙ্গা, ছাতা কুলহি, চেতান কুলহি ইত্যাদি গ্ৰামের আদিবাসীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিডিবি কলেজের সহকারী অধ্যাপক ও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক পার্শাল কিস্কু। সমগ্র অনুষ্ঠানটিতে কয়েক হাজার আদিবাসী মানুষজনের জমায়েত হয়েছিল।
Post Top Ad
Sunday, February 12, 2023
Home
ᱫᱤᱱᱟ.ᱢ ᱠᱷᱚᱵᱚᱨ
পশ্চিম বর্ধমানের বেলিয়াবাথান সিধু কানু ময়দানে মহাসমারোহে বাবা তিলকা মাঝির ২৭৪ তম জন্ম দিবস উদযাপিত হল।
পশ্চিম বর্ধমানের বেলিয়াবাথান সিধু কানু ময়দানে মহাসমারোহে বাবা তিলকা মাঝির ২৭৪ তম জন্ম দিবস উদযাপিত হল।
Tags
ᱫᱤᱱᱟ.ᱢ ᱠᱷᱚᱵᱚᱨ#
Share This
About ᱫᱤᱱᱟ.ᱢ ᱠᱷᱚᱵᱚᱨ
ᱫᱤᱱᱟ.ᱢ ᱠᱷᱚᱵᱚᱨ
Labels:
ᱫᱤᱱᱟ.ᱢ ᱠᱷᱚᱵᱚᱨ
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.

No comments:
Post a Comment