সাঁওতালি ভাষায় শিক্ষার দাবিতে ডিএম অফিস অনির্দিষ্টকালীন ঘেরাও এর ডাক দিল আদিবাসী সংগঠন। সাঁওতালি শিক্ষার স্বার্থে প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদন থাকা সত্ত্বেও শিক্ষক থাকা সত্বেও শিক্ষকরা অনুমতি না পাওয়ায় ও ভর্তি না নেওয়ার জন্য । এছাড়াও হোস্টেল গ্রান্ড না দেওয়ার জন্য বন্ধ হওয়া হোস্টেল চালু করার দাবিতে এই কর্মসূচি বলে জানা যায়। আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের মেদিনীপুর সদর তল্লাটের পক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। গত ৪ঠা ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর গড়বেতা ৩নং ব্লকের অন্তর্গত চন্দ্রকোনারোড দিশম জাহের থানে আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করে আদিবাসী সংগঠন।
এদিন সংগঠনের পক্ষে মেদিনীপুর সদর তল্লাট পারগানা স্বপন মান্ডি জানান সাঁওতালি ভাষায় শিক্ষার দাবিতে একাধিকবার জেলা শাসক কে লিখিত জানানো হয়। এখন পর্যন্ত সাঁওতালি ভাষায় শিক্ষার সঠিক পরিকাঠাম গড়ে তোলা হয়নি। ভলেন্টিয়ার শিক্ষকের মাধ্যমে সাঁওতালি ভাষায় পঠন পাঠন চলছে। কিন্তু তাদের কে সরকারিভাবে আর্থিক সাহায্য ও প্যারা টিচারের অগ্রাধিকার দেওয়া হয়নি। এছাড়া আরও একাধিক সাঁওতালি মিডিয়াম শিক্ষা সংক্রান্ত দাবিতে আগামী ১৫ই ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। সামনেই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং আদিবাসীদের এই কর্মসূচিতে কি ভোট বক্সে প্রভাব পড়তে পারে ? এমনি নানান প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। ভোটের সময় বিভিন্ন জায়গায় আদিবাসীদেরকে সামনে রেখে ভোট প্রচার করে থাকেন কেন্দ্র ও রাজ্য সরকার। আর সেই আদিবাসীদেরকেই আজকে মাতৃভাষায় শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে।

No comments:
Post a Comment