বাগাখুলিয়া, নলবনা, পশ্চিম মেদিনীপুর:
আগামী ১৪ই জানুয়ারি,২০২৩ বাং-২৯শা পৌষ,১৪২৯ (শনিবার) সকাল ৭ ঘটিকায় "সৗগুন সাকরাত সাঁওতে নাওয়া সের্মা দারাম আখড়া" (পৌষ পার্বণ) উপলক্ষে বাগাখুলিয়া আদিবাসী সাঁওতা সুসৗর ক্লাবের উদ্যোগে শুরু হতে চলেছে পাঁচ মাইল দৌড় সহ অন্যান্য খেলাধূলার প্রতিযোগিতা। ক্লাবের পক্ষ থেকে প্রতিযোগীদের অংশগ্রহণে আহ্বান করা হয়েছে।
এই প্রতিযোগিতায় পাঁচ মাইল দৌড় সহ বিভিন্ন ধরনের ইভেন্ট রয়েছে।
ছোট ছেলে -মেয়েদের জন্য রয়েছে, ৭৫ মিটার দৌড় ১০০ মিটার দৌড়, আলু দৌড়, অংক দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন এবং বড় ছেলে- মেয়েদের জন্য রয়েছে ১০০ মিটার দৌড় ,২০০ মিটার দৌড় ,৪০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, উচ্চ লম্ফন, ও দীর্ঘ লম্ফন। এই প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণের জন্য প্রতিভেন্ট ১০ টাকা করে এবং পাঁচ মাইল দৌড়ে অংশগ্রহণের জন্য ১০০ টাকা রাশি সহযোগিতামূলক হিসেবে প্রদান করে নাম নথিভুক্তকরনে জন্য আহবান করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
পুরস্কার হিসেবে পাঁচ মাইল দৌড়ে থাকছে-
প্রথম পুরস্কার: ট্রফি +মেডেল সার্টিফিকেট +১৫০০/-টাকা।
দ্বিতীয় পুরস্কার: ট্রফি মেডেল সার্টিফিকেট+১০০০/-টাকা।
তৃতীয় পুরস্কার: ট্রফি মেডেল সার্টিফিকেট+৫০০/-টাকা।
অন্যান্য ইভেন্টে রয়েছে পুরস্কার হিসেবে:- ট্রফি+ মেডেল +সার্টিফিকেট।

No comments:
Post a Comment