Dinamkhobar

Post Top Ad

Thursday, January 5, 2023

৮ই জানুয়ারি বাঁকুড়ায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে আদিবাসী সামাজিক সংগঠন গুলোর সঙ্গে আলোচনা সভা।

 

ক্ষত্রিয় কুর্মি মাহাতোদের আদিবাসী বা এসটি তালিকায় অন্তর্ভুক্তকরণের প্রতিরোধের রণকৌশল সাজাতে এবং ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে আপামর আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃত্ব বৃন্দদের সঙ্গে এক বিশেষ আলোচনা সভার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। এই বিশেষ আলোচনা সভাটি আগামী রবিবার ৮ জানুয়ারি বাঁকুড়া জেলার গোবিন্দনগর বাসট্যান্ড সন্নিকটে অনাময় নার্সিংহোমের পিছনে আশীর্বাদ লজে সংঘটিত হতে চলেছে। আলোচনা সভাটি সকাল ১০টা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত সম্পন্ন হবে বলে জানা গেছে। এ যাবৎ সমিতির পক্ষ থেকে প্রায় ৭০ টি আদিবাসী গণ সংগঠনের নেতৃত্ববর্গদের এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে এবং ক্ষত্রিয় কুর্মি মাহাতোদের আদিবাসী তালিকায় অন্তর্ভুক্তি করণ প্রক্রিয়ার প্রতিবাদে আদিবাসীরা অতিশীঘ্রই বড় কোন পদক্ষেপ নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। ক্ষত্রিয় কুর্মিরা আদিবাসী না হওয়া সত্ত্বেও যেভাবে তারা সরকারি মদেতে আদিবাসী তকমা পেতে উঠে পড়ে লেগেছে এবং আদিবাসীদের ইতিহাস বিকৃতিতে মেতেছে তাতে আপামর আদিবাসীরা অত্যন্ত ক্ষুব্ধ। এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে কী সিদ্ধান্ত বেরিয়ে আসে তার দিকেই তাকিয়ে গোটা আদিবাসী সমাজ।

No comments:

Post a Comment

Post Top Ad