Dinamkhobar

Post Top Ad

Tuesday, December 20, 2022

ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে কালনা মহকুমা শাসকের সঙ্গে দেখা করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি।

 

সারা রাজ্য জুড়ে ফেক এসটি সার্টিফিকেট ধারীদের রমরমা। প্রকৃত আদিবাসীরা তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এমনটাই অভিযোগ করছে রাজ্যের আদিবাসীরা। এ নিয়ে বিগত কয়েক বছর ধরে প্রশাসনের কাছে স্মারকলিপি এবং দাবি পত্র পেশ করা হলেও সরকারের তেমন হেলদোল নজরে পড়ছে না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলিতে ভর্তি লিস্ট থেকে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নজর ঘোরালেই আদিবাসী তালিকায় বিভিন্ন অ-আদিবাসীদের নথিভুক্ত হতে দেখা যাচ্ছে। এ নিয়ে আদিবাসীদের মধ্যে ক্ষোভ চরম আকার ধারণ করেছে। সারা রাজ‍্য জুড়েই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন আধিকারদের কাছে লাগাতার ডেপুটেশন এবং স্মারকলিপি প্রদান করে চলেছে আদিবাসীরা। আজ কালনা সাবডিভিশন SDO অফিসে ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে রিভিজিট সম্পন্ন করল পূর্ব বর্ধমান জেলার আদিবাসীরা। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি শিবনাথ মুরমু, কালনা ব্লক প্রেসিডেন্ট ও সেক্রেটারি ভন্দুলাল সরেন ও লক্ষীনারায়ন কিস্কু, ব্লক ক্যাসিয়ার জগন্নাথ টুডু, সমর মুর্মু, বাবুরাম সরেন প্রমুখেরা ।

No comments:

Post a Comment

Post Top Ad