Dinamkhobar

Post Top Ad

Saturday, December 3, 2022

সন্দেহজনক এসটিদের হেয়ারিং এর দাবি নিয়ে বিডিওর দপ্তরে সন্দেশখালির আদিবাসীরা ।

 

ফেক এসটি সার্টিফিকেট ধারীদের বিরুদ্ধে আন্দোলনে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বিরাম নেই। সারা রাজ্য জুড়েই ধারাবাহিক ভাবে বিভিন্ন আধিকারিকদের কাছে প্রতিবাদ পত্র এবং স্মারকলিপি জমা দিয়ে সন্দেহজনক এসটিদের প্রতিরোধে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে দেখা গেছে তাদের। শুক্রবার ২ ডিসেম্বর উত্তর ২৪ পরগনা জেলা শাখার পক্ষ থেকে সন্দেশখালি ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে সাসপিসিয়াস এসটি সার্টিফিকেট ইস্যুতে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। নির্দিষ্ট কিছু সন্দেহজনক আদিবাসীদের নামের তালিকা দিয়ে অতিসত্বর হেয়ারিং এর জন্য আবেদন জানানো হয়েছে। সন্দেশখালি ব্লক উন্নয়ন আধিকারিক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। যদিও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফেক এসটি সার্টিফিকেট দমনে শীঘ্রই বড়সড়ো পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে আদিবাসীদের আক্রোশ এবং সচেতনতা দুই বেড়েছে তা আর বলার অবকাশ রাখে না। স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন ভীমসেন টুডু, গণেশ সর্দার, প্রদীপ সর্দার, সুনীল সর্দার, গোবিন্দ সর্দার সহ জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দরা।

No comments:

Post a Comment

Post Top Ad