Dinamkhobar

Post Top Ad

Monday, November 14, 2022

অখিল গিরির কু-রুচিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবার দুর্গাপুর শিল্পাঞ্চলেও।

 

গত শুক্রবার পশ্চিমবঙ্গের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে করা কু-মন্তব্যকে ঘিরে সারা দেশ তোলপাড়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও বিভিন্ন আদিবাসী গণ সংগঠনের পক্ষ থেকে মানুষজনদের পথে নামতে দেখা গেছে। অখিল গিরির বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় এট্রোসিটি এক্ট ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে। নামকে ওয়াস্তা কারা প্রতিমন্ত্রী অখিল গিরি ক্ষমা চাইলেও ওনার ক্ষমা চাওয়ার মধ্যে আন্তরিকতার অভাব দেখা গেছে বলেই আদিবাসীরা দাবি করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও কেন তিনি এর বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিচ্ছেন না এ নিয়েও আদিবাসীদের মধ্যে অসন্তোষ চরমে। গত কয়েকদিন ধরেই আদিবাসীদের বিভিন্ন গণসংগঠন পথ অবরোধ ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ডিপিএল এলাকার আদিবাসীরা একজোটবদ্ধ ভাবে র‍্যালি সহ পথসভা করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ সমাবেশের আয়োজক্তা হিসেবে ছিল দুর্গাপুর ডিপিএল মড়ে টলা জাহের থান ওয়েলফেয়ার সোসাইটি।

No comments:

Post a Comment

Post Top Ad