উত্তর ২৪ পরগনার পর এবারে পশ্চিম বর্ধমানের জেলা শাসকও আদিবাসীদের সঙ্গে দেখা করতে চাইলেন না। এ নিয়ে আদিবাসীদের মধ্যে বিস্তার ক্ষোভ দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে এ নিয়ে আগামী সময়ে মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিভিন্ন সমস্যার পাশাপাশি বিষয়গুলো তুলে ধরা হবে। প্রসঙ্গত পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসকের কাছে এর আগে তিনবার অ্যাপোয়েন্টমেন্ট লেটার দিয়ে দেখা করার চেষ্টা করলেও কোন বারেই জেলাশাসক আদিবাসীদের সঙ্গে দেখা করতে চাননি। বিশেষ কোনো কারণ দেখিয়ে বিষয়টি প্রতিবারই এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে রেফার করেছেন।
সেই একই ঘটনার পুনরাবৃত্তি আজও দেখা গেল। উল্লেখ্য পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ২০২০ সাল থেকে এ যাবত যতবার মহকুমা শাসক এবং জেলার শাসকের নিকট দাবিপত্র পেশ করা হয়েছিল তার কতখানি ফলপ্রসু হয়েছে সেই বিষয়ে জানার জন্য এবং পুরাতন দাবি গুলো যাতে অতিসত্বর কার্যকরী করা হয় সেই নিয়ে দাবি জানানো হলো। অত্যন্ত দীর্ঘ আলোচনায় এডিএম আদিবাসীদের আশ্বস্ত করলেও কতখানি কাজ বাস্তবায়িত হবে সেটাই দেখার। এডিএম এর নিকট আজ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে ডেপুটেশনে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সম্পাদক পার্শাল কিস্কু, পশ্চিম বর্ধমান জেলা শাখার সম্পাদক পবন চন্দ্র সরেন, সহ-সম্পাদক হিরন্ময় হাঁসদা, কোষাধক্ষ্য ডমন কিস্কু, ছাড়াও সাধারণ সদস্য হিসেবে তারাচান্দ সরেন, তরুণ মারান্ডি এবং পশ্চিম বর্ধমান বাইসি কোঁড়া সোসাইটির পক্ষ থেকে সমীর কোঁড়া ও তপন কোঁড়া।

No comments:
Post a Comment