Dinamkhobar

Post Top Ad

Friday, November 4, 2022

উত্তর ২৪ পরগনার জেলা শাসকের সময় নেই আদিবাসীদের সঙ্গে দেখা করার।

 

ফেক এসটি সার্টিফিকেট ইস‍্যু সহ আদিবাসীদের অন্যান্য দাবী দাওয়া নিয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বহুবার উত্তর ২৪ পরগনার জেলাশাসকের সঙ্গে দেখা করার জন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা করলেও জেলাশাসক আদিবাসীদের জন্য সময় দিতে চান না, এমনই গুরুতর অভিযোগ জানিয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির উত্তর ২৪ পরগনা জেলা শাখা। উল্লেখ্য আজ ৪ ই নভেম্বর শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলা শাসকের সঙ্গে দেখা করার জন্য আগেভাগেই অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা দিয়েছিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা। তবে এর আগে অন্যান্য তিন বারের মতোই এবারও জেলাশাসক বিশেষ কিছু কারণ দেখিয়ে আদিবাসীদের সঙ্গে দেখা করলেন না। জেলাশাসকের এহেনও আচরণকে ভালো ভাবে নিচ্ছে না আদিবাসীরা।
 এই সকল ঘটনা আদিবাসীরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে বিস্তারিত ভাবে মুখ্যমন্ত্রীকে জানাবেন বলেও সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য আজ জেলা শাসক দেখা করতে না চাওয়ায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির উত্তর ২৪ পরগনা জেলা শাখার পক্ষ থেকে সদস্যরা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আধিকারিকের সঙ্গে দেখা করে। ইতিপূর্বে বহুবার জেলা শাসকের দপ্তরে এবং মহাকুমার শাসকের দপ্তরে যে সকল ডেপুটেশন গুলো দেওয়া হয়েছিল তার অগ্রগতি কতদূর হয়েছে এবং সন্দেহজনক এসটি সার্টিফিকেট ধারীদের এখনো কেন হেয়ারিং-এর মাধ্যমে সার্টিফিকেট ক্যানসেল করা হয়নি সেই কৈফিয়ত জানতে দেখা করতে যান। আধিকারিক এর পক্ষ থেকে আশ্বাস বাণী শোনা গেলেও তা কার্যক্ষেত্রে কতখানি রূপায়িত হয় সেটাই দেখার। আজকের জেলাশাসকের নিকট স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার ভীমসেন টুডু, পতিরাম সরদার, জননাথ সিং, চৈতালী সরদার, শশধর সরদার প্রমুখেরা।

No comments:

Post a Comment

Post Top Ad