Dinamkhobar

Post Top Ad

Saturday, October 29, 2022

হুগলির খন‍্যান জাগরণ মেলায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির জনসচেতনামূলক প্রচার

 

২৮ এবং ২৯ শে অক্টোবর শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপী চলবে হুগলীর খন‍্যানে আদিবাসীদের জাগরণ মেলা। বহু বছর আগে থেকেই হুগলী জেলার খন্যান জাগরণ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। পূর্ব বর্ধমান জেলার দোলোইবাজার ফেরত আদিবাসীরা খন্যান জাগরণে উপস্থিত হন। এই জাগরণ মূলত সরহায় পরব উপলক্ষ‍্যে পালিত হয়। এখানে হুগলী, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া, মেদিনীপুর, হাওড়া, কোলকাতা ছাড়াও আরো অনেক জেলা থেকে আদিবাসীরা মেলা দেখতে আসেন। মেলায় রকমারি দ্রব্যাদি ছাড়াও বিশেষ আকর্ষণের বস্তু হিসেবে আদিবাসীদের কাছে যা উঠে এসেছে তা হল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির স্টল। স্টলের পক্ষ থেকে আদিবাসীরা মেলায় আগত বিভিন্ন আদিবাসী মানুষদের ফেক এসটি সার্টিফিকেট ইস্যু এবং নিজেদের সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন করছেন। বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে এডমিশন থেকে শুরু করে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং বা নার্সিং ক্ষেত্রে কিভাবে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনে অ-আদিবাসীরা ঢুকে পড়ে প্রকৃত আদিবাসীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছে সে সম্পর্কেও সাধারণ মানুষদের সচেতন করা হচ্ছে। একইভাবে চাকরির ক্ষেত্রেও বঞ্চনার শিকার হচ্ছে আদিবাসীরা। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পূর্ব বর্ধমান এবং হুগলী জেলার যৌথ উদ্যোগে খন‍্যান জাগরণে স্টলের আয়োজন করা হয়েছে। আজ মেলার শেষ দিন। স্টলে সমিতির পক্ষ থেকে সদস্যরা জোর কদমে প্রচার চালালেও তারা সাধারণ আদিবাসীদের মনে কতটা দাগ কাটতে পারবে সে তো সময়ই বলবে।

No comments:

Post a Comment

Post Top Ad