Dinamkhobar

Post Top Ad

Tuesday, October 4, 2022

জামশেদপুরের নিজ বাসভবনে ট্রাইবল অ্যাফেয়ার্স মন্ত্রী অর্জুন মুন্ডার সঙ্গে দেখা করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা।

 

যেখানে সারা বাংলা পুজোর আনন্দে মাতোয়ারা সেখানে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ক্রমশই ক্ষোভ এবং আশঙ্কার বাতাবরণ দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় কুর্মি মাহাতো সম্প্রদায়কে তপশিলি উপজাতিতে অন্তর্ভুক্ত করার জন্য দিল্লিতে চিঠি পাঠানো নিয়ে আদিবাসীদের মধ্যে আক্রোশ চূড়ান্ত আকার ধারণ করছে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ মঙ্গলবার ৪ঠা অক্টোবর ট্রাইবল অ্যাফেয়ার্স মিনিস্টার অর্জুন মুন্ডার সঙ্গে এই বিষয়ে দেখা করল। মূলত কুর্মি মাহাতো সম্প্রদায়কে তপশিলি উপজাতিতে অন্তর্ভুক্তি করনের প্রতিবাদ জানিয়ে আলোচনাটি হলেও একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এবং সংরক্ষণ পদ্ধতি না মেনে আশা কর্মীদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে অ্যাসোসিয়েশনের এর পক্ষ থেকে জানানো হয়েছে। 

পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সেন্ট্রাল কমিটির সহ-সম্পাদক প্রশান্ত মান্ডি জানিয়েছেন আলোচনাটি অত্যন্ত ফলপ্রসু হয়েছে এবং ওনারা আলোচনাতে অত্যন্ত সন্তুষ্ট ও আশাবাদী। তবে এখানেই থেমে না থেকে উনি আরো জানিয়েছেন আগামী ১৮ অক্টোবর আরো বিপুল উদ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ডিএম'কে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গণ ডেপুটেশন দেওয়া হবে এবং সেখানে সকল সম্প্রদায়ের আদিবাসী মানুষ এবং বিভিন্ন গাঁওতার পক্ষ থেকে আদিবাসী মানুষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। আজকের স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সেন্ট্রাল কমিটির রাজ্য সহ-সম্পাদক প্রশান্ত মান্ডি, সেন্ট্রাল আইটি সেলের সদস্য উপেন টুডু, সেন্ট্রাল শৃঙ্খলা কমিটির সদস্য রামপদ সিং সর্দার, পুরুলিয়া জেলা শাখার সভাপতি সতন কুমার সরেন, সম্পাদক গণেশ চন্দ্র মাহালী, বরাবাজার ব্লক ইউনিটের সম্পাদক সুধীর চন্দ্র বাস্কে প্রমুখেরা।

No comments:

Post a Comment

Post Top Ad