Dinamkhobar

Post Top Ad

Thursday, October 6, 2022

কুর্মি মাহাতো ইস্যুতে ঝাড়গ্রামের এমপি কুনার হেমব্রমের সঙ্গে দেখা করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি।

 

আজ বৃহস্পতিবার ৬ অক্টোবর ঝাড়গ্রামের এমপি কুনার হেমব্রমের সঙ্গে দেখা করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। মূলত কুর্মি মাহাতো সম্প্রদায়কে পশ্চিমবঙ্গে তপশিলি উপজাতি ভুক্ত তালিকায় অন্তর্ভুক্তিকরণের প্রতিবাদ জানিয়ে দাবিপত্র পেশ করল আদিবাসীরা। উল্লেখ্য দু'দিন আগেই ট্রাইবল অ্যাফেয়ার্স মন্ত্রী অর্জুন মুন্ডার নিজ বাসভবনে গিয়ে দেখা করে এসেছিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা। গত মাসে কুর্মি মাহাতো সম্প্রদায়ের মানুষজনদের বিভিন্ন ধরনের অবরোধ ও আন্দোলনে অশান্ত হয়ে ওঠে সারা পশ্চিমবঙ্গ। এ নিয়ে আদিবাসীদের মধ্যেও ক্ষোভ ক্রমেই বিশাল আকার ধারণ করতে থাকে। ইতিমধ্যেই এই নিয়ে বিভিন্ন দপ্তরের কাছে এবং প্রশাসনের কাছে বিভিন্ন দাবি পত্র পেশ করেছে বিভিন্ন আদিবাসী সংগঠন। দীর্ঘ এক ঘণ্টার বেশী সময় ধরে আলোচনাটি অত্যন্ত ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছে সমিতির সদস্যরা। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানিয়েছেন ঝাড়গ্রামের এমপি কুনার হেমব্রম। দাবীপত্র প্রদানে উপস্থিত ছিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল‍্যাণ সমিতির রাজ‍্য সহ সম্পাদক প্রশান্ত মান্ডি, পুরুলিয়া জেলা শাখার সভাপতি সতন কুমার সরেন, রাজ্য আইটি সেলের সদস্য উপেন টুডু, রাজ্য কালচারাল কমিটির সদস্য তারাপদ মুর্মু, ‌বান্দোয়ান ব্লকের সম্পাদক বঙ্কিম চন্দ্র টুডু, ঝাড়গ্রাম জেলা শাখার সহ সম্পাদক ছাকু টুডু, ঝাড়গ্রাম জেলা শাখার সভাপতি বৈদ্যনাথ হাঁসদা, ঝাড়গ্রাম জেলার সাধারণ সদস্য সঞ্জয় মুর্মু প্রমুখেরা।

No comments:

Post a Comment

Post Top Ad