কুর্মি আন্দোলনের কিছু কিছু দিনের মধ্যেই গত মাসের শেষের দিকে কালচারাল রিসার্চ ইনস্টিটিউ এবং চলতি মাসের একেবারে শুরুর দিকে কেন্দ্রীয় মন্ত্রী অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর অর্জুন মুন্ডার সঙ্গে দেখা করে এবং সেই সঙ্গে ঝাড়গ্রামের এমপি কুনার হেমব্রমের সঙ্গেও সাক্ষাৎ করেন। বস্তুত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আদিবাসীদের মেলাতেও এ নিয়ে ব্যাপক প্রচার অভিযান চালানো হয়। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আগামীকাল ১৮ অক্টোবর সতেরোটি জেলাতে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে র্যালি সহকারে জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন দেওয়া হবে বলে জানা গেছে।
নীচে প্রত্যেক জেলার জমায়েত স্থানের নাম দেওয়া হল-
১) পূর্ব মেদিনীপুর - নিমতৌড়ি বাস স্ট্যান্ড, তমলুক।
২) পঃ মেদিনীপুর - কালেক্টরি মোড়।
৩) ঝাড়গ্রাম - সিধু কানু মোড়।
৪) পুরুলিয়া - সুভাষ পার্ক (সাহেব বাঁধ)
৫) বাঁকুড়া - ভৈরবস্থান মোড়।
৬) পঃবর্ধমান - BNR মোড়।
৭) পূঃ বর্ধমান - বর্ধমান জংশন রেল স্টেশন।
৮) বীরভূম - বেনীমাধব বিদ্যালয় বাস স্টপেজ।
৯) মুর্শিদাবাদ - সিদু-কানু মূর্তি পাদদেশ (স্কয়ার ফিল্ডের পশ্চিমে)।
১০) মালদা - মালদা মুক্ত মঞ্চ, বৃন্দাবনী মাঠের পূর্ব পাশে।
১১) দক্ষিণ দিনাজপুর - বালুরঘাট বেসরকারি বাস স্ট্যান্ড।
১২) নদীয়া - কৃষ্ণনগর- গভর্নমেন্ট কলেজ মাঠ।
১৩) দক্ষিণ ২৪ পরগনা - গোপালনগর মোড়, আলিপুর।
১৪) হুগলী - চুঁচুড়া ঘড়ির মোড়।
১৫) উত্তর দিনাজপুর - করণজোড়া বাস স্ট্যাণ্ড।
১৬) উত্তর ২৪ পরগনা - বারাসাত মিউনিসিপ্যালটি।
১৭) হাওড়া - জেলা পোস্ট অফিসের সামনে।
জমায়েতের সময় সকাল ১১ টা থেকে ১২ টার মধ্যে এবং
ডেপুটেশন জমা দেওয়ার সময় বেলা ১:৩০ নাগাদ নির্ধারিত হয়েছে বলে জানা গেছে । জমায়েতের স্থান থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত পদযাত্রার মাধ্যমে স্লোগান সহ বিক্ষোভ প্রদর্শন করা হবে আয়োজক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

No comments:
Post a Comment