Dinamkhobar

Post Top Ad

Saturday, October 22, 2022

আসানসোল মহকুমা শাসকের কাছে সন্দেহজনক এসটি সার্টিফিকেট ধারীদের বিরুদ্ধে হেয়ারিং এর দাবি জানাল আদিবাসীরা।

 

গত ২১শে অক্টোবর শুক্রবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল‍্যাণ সমিতির পশ্চিম বর্ধমান জেলা শাখা মহকুমা শাসক, আসানসোলের সাথে সন্দেহজনক এসটির হেয়ারিং এর দাবী জানিয়ে মেমোরাণ্ডাম জমা দিল! উল্লেখ্য তিনদিন পূর্বেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে ১৭টি জেলা জুড়ে জেলা শাসকের নিকট কুর্মি মাহাতো সম্প্রদায়ের তপশিলি উপজাতিতে অন্তর্ভুক্ত করণ প্রক্রিয়ার প্রতিবাদে গণ ডেপুটেশন জমা দেয়। মহকুমা শাসক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেছেন এবং সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যাবতীয় খোঁজ খবর নিয়ে হেয়ারিং এর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। আজকের দাবীপত্র প্রদানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পশ্চিম বর্ধমান জেলা শাখার সম্পাদক পবন সরেন, সহ সম্পাদক হিরণ্ময় হাঁসদা, কোষাধক্ষ্য দমন কিস্কু ছাড়াও তপন কোঁড়া, সুরেশ কোঁড়া, রাজকুমার সর্দার, সৎপতি মুর্মু প্রমুখেরা।

No comments:

Post a Comment

Post Top Ad