Dinamkhobar

Post Top Ad

Thursday, September 15, 2022

মানকরে সংঘটিত হলো এক দিবসীয় আদিবাসী ফুটবল প্রতিযোগিতা।

 

গত ১১ সেপ্টেম্বর রবিবার আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেট অধীন বুদবুদ থানার পরিচালনায় ও মানকর কুচিডাঙ্গা সিধু কানু স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় এক দিবসীয় আদিবাসী ফুটবল প্রতিযোগিতা পাবলিক ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাটিতে বুদবুদ থানার অধীন আটটি ফুটবল টিম অংশগ্রহণ করে। পুলিশ প্রশাসন পরিচালিত এই ধরনের ফুটবল প্রতিযোগিতা করোনা সময়ের পর এই প্রথম অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন এসআই নির্মল হাঁসদা। সঞ্চালনা করেন লক্ষীকান্ত হেমব্রম ও অলক ঘোষ। বুদবুদ থানার অধীন দুই জন আদিবাসী খেলোয়াড়কে বিশেষ সম্মান দেওয়া হয়। যার মধ্যে উল্লেখযোগ্য আন্তর্জাতিক তীরন্দাজ রিমিল হাঁসদা মান্ডি এবং জাতীয় অ্যাথলিট সনাতন সরেন। এরই সঙ্গে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বিখ্যাত আদিবাসী ফুটবলার বাঁকু‌ড়া জেলার রঘুনাথ সরেন, যিনি আন্তর্জাতিক ও জাতীয় স্তরে অনেক ফুটবল খেলায় অংশগ্রহণ করেছেন। এর পাশাপাশি মানকর এলাকার বেশ কিছু প্রবীণ খেলোয়াড়দের বিশেষ সম্মান দেওয়া হয় যার মধ্যে বিশ্বনাথ চ্যাটার্জি, চন্দন সরকার, লক্ষণ দাস, মোঃ সাবের প্রমূখ। মূল আয়োজনের দায়িত্বে থাকা মানকর কুচি ডাঙ্গা সিধু কানু স্পোর্টিং ক্লাবের সম্পাদক পঙ্কজ কুমার সরেন বলেন যে "এই ধরনের খেলার আয়োজন করার ফলে সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসনের মধ্যে জনসংযোগ আরো বৃদ্ধি পাবে ও বিশেষভাবে গ্রামীণ এলাকায় ফুটবল খেলার প্রতি সাধারণ ছেলেমেয়েদের আগ্রহ আরো বৃদ্ধি পাবে।" এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন স্থানীয় এমএলএ মাননীয় নেপাল ঘড়ুই মহাশয় ও কাঁকসা এসিপি মাননীয় সুমন কুমার জয়সওয়াল। আদিবাসী মহিলাদের চিরাচরিত নৃত্যানুষ্ঠান ফুটবল প্রতিযোগিতাটিকে আরও অন্য একটি মাত্রা দেয়। এদিনের ফুটবল প্রতিযোগিতাটিতে বিজেতা হয় দেবশালা অঞ্চল। রানার্স হয় কোটা অঞ্চল। ম্যান অব দ্যা ম্যাচ হিসাবে নির্বাচিত হন সুনীল মুরমু এবং ম্যান অব দ্য সিরিজ হন মঙ্গল মুর্মু। বুদবুদ থানার ওসি মইনুল হক মহাশয় ফুটবল প্রতিযোগিতাটিকে সফলভাবে সম্পন্ন করার জন্য মানকর কুচিডাঙ্গা সিধু কানু স্পোর্টিং ক্লাবের সম্পাদক পঙ্কজ কুমার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানান।

No comments:

Post a Comment

Post Top Ad