Dinamkhobar

Post Top Ad

Friday, September 2, 2022

পুরুলিয়া জেলা ডিএম এবং জেলার অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের আধিকারিকের সঙ্গে দেখা করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা।

 

গত ১লা সেপ্টেম্বর বৃহস্পতিবার বন্ধ থাকা হোস্টেল, ফেক এসটি সার্টিফিকেট এবং বান্দোয়ান ব্লকে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ইস্যুতে ডিএম আর অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের আধিকারিকের সঙ্গে দেখা করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখার সদস্যরা। লকডাউনের পরবর্তী সময়ে অনেক স্কুল কলেজ স্কুল খুলে গেলেও বেশিরভাগ আদিবাসী হোস্টেল এখনো কেন বন্ধ তার কারণ জানতে আদিবাসীরা আধিকারিকদের সঙ্গে দেখা করেন। আদিবাসীদের অধিকাংশরই অর্থনৈতিক অবস্থা সচ্ছল না হওয়ার কারণে আদিবাসী ছাত্র-ছাত্রীরা সাধারণভাবে হোস্টেলের উপরেই নির্ভরশীল হয়ে থাকে। এমত অবস্থায় হোস্টেল বন্ধ থাকায় আদিবাসী ছাত্র-ছাত্রীরা চরম বিপাকে পড়েছে। ব্যাহত হচ্ছে তাদের পড়াশোনাও। এর আগেও বন্ধ থাকা হোস্টেল খোলার দাবি নিয়ে গত ৯ জুন অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের আধিকারিকের কাছে আদিবাসীরা দাবি পত্র জমা দেন এবং তার পরিপ্রেক্ষিতে ১০ জুন হোস্টেল খোলার অর্ডারও দেওয়া হয়, এবং পরবর্তীতে ২৪ শে জুন আবারও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের থেকে নির্দেশ নামা দেওয়া হয় যার মেমো নাম্বার ১২২৫(২০)১/BCWP। এ পরবর্তী সময়ে আবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সদস্যরা ডিএম এর কাছে গেলে ডিএমও ১ সেপ্টেম্বর নির্দেশ নামা দেন হোস্টেল খোলার জন্য যার মেমো নাম্বার ১৩৭৩/BCW। সেই অনুযায়ী তার পরবর্তী সময়ে হোস্টেল খোলার কথা কিন্তু কার্যক্ষেত্রে তার রূপায়ন বাস্তবায়িত হয়নি। সে কারণেই এই ইস্যুতে আবারও জেলা ডিআই আধিকারিকের সঙ্গে অতি শীঘ্রই সমিতির পক্ষ থেকে আদিবাসীরা দেখা করবেন বলে পুরুলিয়া জেলা শাখার সভাপতি সতন কুমার সরেন বলেছেন। এরই সঙ্গে বান্দোয়ান ব্লকের পিএম আরএস এর ইস্যুতে জেলা আধিকারিক যে সকল পেপার ওয়ার্ক সম্পন্ন করেছেন সেগুলো নিয়ে জানতে বিভিন্ন মন্ত্রীর কাছেও দরবার করবেন এবং আনুষঙ্গিক ফান্ড রিলিজ করার জন্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানাবেন বলে জানিয়েছেন। ফেক এসটি সার্টিফিকেটের ইস্যুতেও আধিকারিকদের সঙ্গে সমিতির সদস্যরা আলোচনা করেন। গতকাল প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখার সভাপতি সতন কুমার সরেন, সম্পাদক গণেশ চন্দ্র মাহালী, বরাবাজার ব্লক কমিটির সম্পাদক সুধীর বাস্কে এবং রাজ্য শৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য রামপ্রসাদ সিং সর্দার, তুষার টুডু, এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সহ-সম্পাদক প্রশান্ত মান্ডি ও অন্যান্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad