Dinamkhobar

Post Top Ad

Wednesday, August 31, 2022

পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা আধিকারিকদের দপ্তরে বিক্ষোভ সমাবেশ।

 

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে ফেক এসটি সার্টিফিকেটের রমরমা বাজার তৈরি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রায়শই বিভিন্ন পত্রপত্রিকা বা কলেজের মেধা তালিকায় কিংবা চাকরির প্রার্থীদের তালিকায় অ-আদিবাসীদের নাম চোখে পড়ার মতো। কিভাবে এইসব অ-আদিবাসীরা এসটি সার্টিফিকেট জোগাড় করেছে তার কূলকিনারা এখন অবধি না করা গেলেও এদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এক অঘোষিত যুদ্ধে নেমে পড়েছে। এই ফেক এসটি সার্টিফিকেটধারীরা যেন ভবিষ্যতে কোন প্রকৃত আদিবাসীদের অধিকার ছিনিয়ে নিতে না পারে তার জন্য এক কদম এগিয়ে গিয়ে জেলা শাসকের আধিকারিকদের দপ্তরে গণ ডেপুটেশনের আহ্বান করা হয়। এই ফেক এসটি সার্টিফিকেটধারীদের বিতাড়িত করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। আজ দক্ষিণ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বালুরঘাট থানার মোড়ে ফেক এসটি সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের আহ্বান করা হয়। জেলাশাসক, সিএমওএইচ, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং বালুরঘাট মহকুমা শাসকের নিকট মেমোরেন্ডম পেশ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য গত ২২ অগাস্ট সিএমওএইচ দক্ষিণ দিনাজপুরের পক্ষ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিশ জারি করা হয়, সেই মোতাবেক ল্যাবরেটরি টেকনিশিয়ান এর তপশিলি উপজাতিভুক্ত তালিকার ক্রমিক নাম্বার চারে একজন অ-আদিবাসীকে আগামী ১৯ সেপ্টেম্বর ইন্টারভিউতে ডাকা হয়। ওই ব্যক্তি সম্ভবত ভুয়ো এসটি সার্টিফিকেট সংগ্রহ করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে বলে বালুরঘাটবাসী আদিবাসী কল্যাণ সমিতির সদস্যদের দাবি করেছে। আজ বেলা দেড়টা নাগাদ বালুরঘাট থানা মোড় থেকে পিও কাম ডিডাবল‍্যু অফিস পর্যন্ত র‍্যালি সহযোগে প্রচুর সংখ্যায় আদিবাসী মানুষজন এসে পৌঁছান এরপরে সেইখানে আধিকারিকের সঙ্গে দেখা করার পর বারও র‍্যালির মাধ্যমে সিএমওএইচ আধিকারিক প্রসঙ্গে দেখা করেন এবং তারপরে জেলাশাসক ও বারুইপুর মহকুমা শাসকের সঙ্গে প্রতিনিধিরা দেখা করেন। প্রকাশ্য জনসমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি রমেশ কিস্কু ও জেলা কোষাধ্যক্ষ দুলাল সরেন সহ অন্যান্যরা। মেমোরেন্ডাম প্রদানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রমেশ কিস্কু, সহসভাপতি টিটপ মার্ডি, কোষাধ্যক্ষ দুলাল সরেন, রাজ্য সহ-সম্পাদক বেলি মার্ডি প্রমুখেরা। এছাড়াও তপন ব্লক, বালুরঘাট ব্লক, গঙ্গারাম পুর ব্লক থেকে অনেক ছাত্র-ছাত্রী এবং সদস্যরা ডেপুটেশনে উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad