Dinamkhobar

Post Top Ad

Friday, August 19, 2022

বান্দোয়ান ও মানবাজারের সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে হোস্টেল খোলার ইস্যুতে দেখা করল আদিবাসীরা।

 

পুরুলিয়ায় আদিবাসী হোস্টেল গুলো খোলার দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আদিবাসীরা বিভিন্ন আধিকারিকের কাছে দাবি পত্র পেশ করে আসছে। আধিকারিকরা আশ্বাস বার্তা দিলেও কার্যক্ষেত্রে তা এখনো নজরে পড়ছে না। এ নিয়ে আদিবাসীদের মধ্যে বিস্তর ক্ষোভ দেখা দিয়েছে। আদিবাসী পড়ুয়া সহ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরাও হোস্টেলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিগত কয়েক দশকে অসংখ্য আদিবাসী হোস্টেল বন্ধ করাকে রাষ্ট্রের চক্রান্ত বলেও মনে করছে  আদিবাসী মহল। হোস্টেল খোলার দাবি নিয়ে পুনরায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখা সদস্যরা গতকাল ১৭ আগস্ট মানবাজার ২ নং উন্নয়ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং আজ ১৮ আগস্ট বান্দোয়ান উন্নয়ন ব্লকের সমষ্টি উন্নয়নের সঙ্গে দেখা করলেন এবং দাবী পত্র পেশ করলেন। দাবীপত্র প্রদানে উপস্থিত ছিলেন সতন কুমার সরেন, বঙ্কিম হেমব্রম, শ্যামাপদ মাহালি, আনন্দ টুডু প্রমুখেরা।

No comments:

Post a Comment

Post Top Ad