Dinamkhobar

Post Top Ad

Wednesday, August 17, 2022

তিন মাইতি পদবীধারী ST, মহকুমা শাসকের নিকট কুড়ি দিনের মধ্যে নথিপত্র জমা দেওয়ার নির্দেশ।

 

আজ বুধবার ১৭ই আগস্ট কাঁথি মহকুমা শাসকের কার্যালয়ে ST certificate ব্যবহারকারী *non-ST দের (রাজু কুমার মাইতি, তোতন মাইতি, শ্যামা প্রাসাদ মাইতি)* বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির (মেদিনীপুর জেলা শাখা) পূর্বে দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুনানি ছিল। জেলা নেতৃত্বরা মহকুমা শাসকের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন। মাইতি পদবি ধারী তিন জন ব্যক্তি যে কোনভাবেই ST সম্প্রদায়ের নয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় নথিপত্র মহকুমা শাসককে দেখানো হয় । 'মাইতি' পদবীধারীরা মূলত General Caste । কিন্তু দেখা গেছে ওই মাইতি পদবীরধারী একই পরিবারের তিনজন "শবর " sub-caste ব্যবহার করে অসৎ উপায়ে ST সার্টিফিকেট বের করেছেন । তারই বিরুদ্ধে আজ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং ওই মাইতি পদবিধারীর পক্ষকে মহকুমা শাসকের কার্যালয়ে শুনানির জন্য ডাকা হয়। SDO মহাশয়া দুপক্ষকেই আলাদা আলাদাভাবে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং অভিযোগের ভিত্তিতে নথিপত্র দেখাতে বলেন। সমিতির জেলা শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় documents সহ মহকুমা শাসককে জমা দেওয়া হয় বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়।


মহকুমা শাসক অভিযুক্ত ওই তিন জন মাইতি পদবীরধারীর বয়ান এবং supporting documents আগামী কুড়ি দিনের মধ্যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির মেদিনীপুর জেলা শাখাকে email করে জানাবেন বলে জানিয়েছেন। 


এখানে উল্লেখ্য যে, আজকের হেয়ারিং এ দুই পক্ষকে সামনাসামনি না বসানোর জন্য মাইতি পদধারীদের social status যাচাই করার কোন সুযোগ পাওয়া যায়নি।


আজকের কর্মসূচিতে জেলা শাখা পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক জলেশ্বর মুর্মু, সভাপতি বিনয় কৃষ্ণ মান্ডী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চারুচাঁদ হাঁসদা, সদস্য লক্ষীকান্ত বাস্কে, কুনারাম টুডু, রবিদাস টুডূ, জাগর মুর্মু, শ্রীবান মান্ডী প্রমূখ। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পারগানা মহল থেকে দেবেন্দ্রনাথ হেমরম সহ আরো অনেকে। এছাড়াও সমিতির জেলা শাখা পক্ষ থেকে উত্তম সরদার ও "শবর" সমাজের প্রেমচাঁদ শবর উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad