Dinamkhobar

Post Top Ad

Friday, August 12, 2022

দুই দিনব্যাপী বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হল মুর্শিদাবাদ জেলার বিবেকানন্দ আদিবাসী ইয়ং ক্লাব ময়দানে ।

 

২৮ তম বিশ্ব আদিবাসী দিবস মহা সমারোহে উদযাপিত হল মুর্শিদাবাদ জেলার চাণক বিবেকানন্দ আদিবাসী ইয়ং ক্লাব ময়দানে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারেনটেনডেন্ট মাননীয় কে. শবরী রাজকুমারের উদ্যোগে ও ব্যবস্থাপনায় এবং নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার ভকতের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি মুর্শিদাবাদ জেলা শাখার সহযোগিতায় ও চাণক বিবেকানন্দ আদিবাসী ইয়ং ক্লাবের পরিচালনায় দুই দিন ব্যাপী আড়ম্বর সহযোগে বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো। উল্লেখ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিএস অফিসার কে শবরী রাজকুমার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি মিতন চন্দ্র টুডু এবং শিশু ও নারী উন্নয়ন জনকল্যাণ ও স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ভারতী হাঁসদা ও বিশিষ্ট সমাজসেবী ও এমপি মোহাম্মদ এনায়েতুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আসিফ ইকবাল ও মোহাম্মদ এরশাদ আলী। ৯ আগস্ট মঙ্গলবার পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ব আদিবাসী দিবসের উদ্বোধন হয় এবং এরই সঙ্গে সঙ্গে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, স্বরচিত প্রবন্ধ পাঠ, বালক বালিকাদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা সহ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আদিবাসী মহিলাদের দলগত নৃত্য প্রতিযোগিতা, ছেলেদের তীর নিক্ষেপ প্রতিযোগিতা, মহিলাদের কলসি দৌড় প্রতিযোগিতা সহ ও ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল খেলেছিল মূল আকর্ষণের বিষয়। ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলাটি খয়রাগাছি আঃ সঃ উঃ সমিতি ও টিকনারা আদিবাসী ক্লাবের মধ্যে হয়েছিল খেলার বিজয়ী দল খয়রাগাছি সমিতি প্রতিপক্ষ দলকে ২-১ গোলের পরাজিত করে। আদিবাসী সাংস্কৃতিক নাচ গান ও বিচিত্রা অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ লোকসংগীত গায়ক ও সাঁওতালি সংগীত জগতের অন্যতম শ্রেষ্ঠ সংগীত শিল্পী রথীন কিস্কু। সমগ্র অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন মনোরঞ্জন সরেন, এছাড়া আয়োজক কর্তা হিসেবে ছিলেন মাইকেল মুরমু, কবিরাজ সরেন, বিকুট টুডু, মুলক চাঁদ মুর্মু পিতার সরেন মার্টিন হাঁসদা, কৃষ্ণা কৃষ্ণ রাধারানী কিস্কু প্রমুখেরা।

No comments:

Post a Comment

Post Top Ad