Dinamkhobar

Post Top Ad

Wednesday, August 10, 2022

মানকর কলেজের সামনে সিধু কানুর মূর্তি প্রতিষ্ঠার জন্য ভূমি পূজা হলো বিশ্ব আদিবাসী দিবসে।

 

সারা রাজ্য জুড়ে বিশ্ব আদিবাসী দিবস মহাসমারোহে পালিত হয়েছে। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তিক এলাকার মধ্যে মানকরের বিশ্ব আদিবাসী দিবস পালন এক অন্য মাত্রা এনেছে। মানকরের কুচিডাঙ্গা এলাকার সিধু কানু ক্লাবের ব্যবস্থাপনায় ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বিশ্ব আদিবাসী দিবস। এলাকার স্কুল পড়ুয়া সহ নারী পুরুষ নির্বিশেষে সকল সম্প্রদায়ের আদিবাসী মানুষদের স্বতঃস্ফূর্ত যোগদান ছিল চোখে পড়ার মতো। বিশ্ব আদিবাসী দিবসে পন্ডিত রঘুনাথ মুরমু, সিধু- কানু, বিরসা মুন্ডা, এবং বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরই পাশাপাশি কুচিডাঙ্গা সিধু কানু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মানকর কলেজের সামনে সিধু কানুর মূর্তি প্রতিষ্ঠার জন্য ভূমি পূজা করা হয়। ক্লাবের সম্পাদক তথা সহকারী অধ্যাপক পঙ্কজ কুমার সরেন বিশ্ব আদিবাসী দিবসের তাৎপর্য গ্রামবাসীদের কাছে আলোচনার মাধ্যমে তুলে ধরেন। আদিবাসীদের নিজস্ব সাংস্কৃতিক নাচ গান সহযোগে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

No comments:

Post a Comment

Post Top Ad