Dinamkhobar

Post Top Ad

Wednesday, July 27, 2022

ভারতের পঞ্চদশতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিবাদন জানিয়ে মানকরে আদিবাসীদের বিশাল পদযাত্রা।

 

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র রাষ্ট্র ভারতবর্ষের পঞ্চদশ তম রাষ্ট্রপতি হিসেবে মানতানি দ্রৌপদী মুর্মর শপথ গ্রহণে মানকর এলাকার আদিবাসীরা পদযাত্রার মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করল ও রাষ্ট্রপতিকে অভিবাদন ও শুভেচ্ছা বার্তা জানাল। গতকাল ২৫ শে জুলাই মানকর রেল স্টেশন থেকে শুরু করে মানকর হাটতলা মোড় অতিক্রম করে মানকর কলেজের সম্মুখে এসে সমাপ্ত হয়। আদিবাসীরা তাদের নিজেদের ট্রেডিশনাল পোশাকে পরে সাংস্কৃতিক নাচ গান বাদ্যযন্ত্রের মাধ্যমে ও স্লোগান সহকারে পদযাত্রাটি সম্পন্ন করেন। সমগ্র প্রক্রিয়াটি সম্পাদনা করেন মানকর কুচিডাঙ্গা আদিবাসী পাড়ার বাসিন্দারা।

No comments:

Post a Comment

Post Top Ad