Dinamkhobar

Post Top Ad

Saturday, July 16, 2022

আদিবাসী হোস্টেল পুনরায় চালু করার দাবি জানিয়ে জেলাশাসকের দ্বারস্থ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি।

 

দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার পর এই বছরই বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়েছে। এ বছরের ছয় মাস অতিক্রান্ত হলেও আদিবাসী আবাসিক বিদ্যালয়গুলি এখনো পর্যন্ত চালু করার কোনো নির্দেশিকা জারি করেনি শিক্ষা দপ্তর। এই ইস্যুকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছেন পুরুলিয়া জেলার আদিবাসী সম্প্রদায়গন। করোনা কালে দীর্ঘ দুই বৎসর সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকার কারণে এমনিতেই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামাঞ্চলের ছাত্র-ছাত্রীরা। গ্রামাঞ্চলের ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে অনেক স্কুলেই আবাসিক হোস্টেল নির্মাণ করা হয়েছে, তবে স্কুল খোলার নির্দেশ দেওয়া হলেও এখন অবধি হোস্টেল গুলির খোলার কোন নির্দেশিকা জারি করেনি শিক্ষা দপ্তর থেকে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দূরবর্তী এলাকা থেকে আসা ছাত্র-ছাত্রীদের পড়াশোনা। এই সমস্যার সমাধান করতে পুরুলিয়া জেলা শাসকের নিকট দারস্থ হলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখা। আজ শুক্রবার দুপুর তিনটের সময় জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎকারের অনুমতি নিয়ে হোস্টেল রি-ওপেন এবং আরও বেশ কয়েকটি আবেদন নিয়ে জেলাশাসকের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ডিএম না থাকার কারণে প্রথমে এটিএম ডি এর কাছে এবং পরবর্তীতে এটিএম জেনারেল এর কাছে পাঠানো হয় বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। আধিকারিকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। হোস্টেলের ব্যাপারে ওনারা যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেছেন এবং খুব শীঘ্রই হোস্টেল গুলো খোলার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এর পাশাপাশি রঘুনাথপুর এলাকার যে তিনটি সার্টিফিকেট বাতিল করা হয়েছিল সেই বিষয়েও আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে জানানো হয় আরটিআই এর তথ্য অনুযায়ী সার্টিফিকেটগুলো বাতিল হলেও এখনো পর্যন্ত ওয়েবসাইটে সেই সকল সার্টিফিকেটগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এ বিষয়ে উনি আশ্বাস দিয়েছেন যে সমস্ত বিষয়গুলোকেই তিনি জেলার বি.সি.ডাব্লিউ., ডি.এম .এবং এ.ডি.এম. ডেভলপমেন্ট'কে জানাবেন। আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা শাখার সভাপতি সতন কুমার সরেন, পুরুলিয়া জেলা শাখার সম্পাদক গণেশচন্দ্র মাহালী, রাজ্য কমিটির সদস্য ওপেন টুডু, রামপদ সিং সর্দার, জেলা কমিটির সদস্য দীনবন্ধু মাহালি, কালিপদ মুড়া, বান্দোয়ান জেলার সম্পাদক বঙ্কিমচন্দ্র হেমব্রম প্রমুখেরা।

No comments:

Post a Comment

Post Top Ad