Dinamkhobar

Post Top Ad

Saturday, July 16, 2022

সাঁতুড়ি ও বাঘমুণ্ডি সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে একযোগে দেখা করল পশ্চিমবঙ্গ আদিবাসী।

 

শুক্রবার ১৫ জুলাই একই সঙ্গে বহুমুখী কর্মসূচি নিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখার কমিটি। পুরুলিয়ার ডিএম সহ সাঁতুড়ি ও বাঘমুণ্ডি সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে একযোগে দেখা করল আদিবাসীরা। মূলত আদিবাসী হোস্টেল রি ওপেন সহ একলব্য মডেল স্কুল এবং ফেক এসটি সার্টিফিকেট ইস্যু নিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং স্মারকলিপি জমা দেন বলে জানা গেছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে বাগমুন্ডির আধিকারিক জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধ হোস্টেল গুলো খোলার ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। সাঁতুড়ী ব্লকের আধিকারিকের সাথে সাক্ষাৎ এ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির, সাঁতুড়ী ব্লক সভাপতি গনেশ চন্দ্র টুডু, সহ- সভাপতি শুকুলদেব হেমব্রম, উপদেষ্টা কমিটির সদস্য আনন্দ মাণ্ডি ও বিশ্বজিৎ হেমব্রম সহ সাঁতুড়ী পঞ্চায়েত সমিতির, শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় সুশান্ত কেওড়া প্রমুখেরা। বাগমুন্ডিতে ডেপুটেশনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সহ রাজ্য সম্পাদক প্রশান্ত মান্ডি, কেদার সিং মুড়া, মহিতোষ সিং মুড়া, গুলান মুড়া প্রমুখেরা।

No comments:

Post a Comment

Post Top Ad