Dinamkhobar

Post Top Ad

Tuesday, July 12, 2022

রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা।

 

সোমবারেই বিকেল চারটে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসেছেন এনডিএ'র পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। সেখান থেকে শিলিগুড়িতে সিকিমের বিধায়কদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে কার্যত ভোট চাইলেন তিনি। রাত আটটা নাগাদ উত্তরবঙ্গ থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান। আজ মঙ্গলবার স্বামী বিবেকানন্দের বাস্তুভিটেতে গিয়ে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করলেন। কলকাতার এক বিখ্যাত পাঁচতলা হোটেলে বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করার পরিকল্পনা আছে বলে বিশ্বস্ত সূত্রে খবর মিলেছে। স্বাধীন ভারতের ষোড়শ তম রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আজ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আপামর আদিবাসীদের হয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বেশ কিছু সদস্যরা এনডিএ'র রাষ্ট্রপতি পদপ্রার্থীকে আগাম শুভেচ্ছা বার্তা ও অভিবাদন জানান। শুভেচ্ছা জ্ঞাপনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি মিতন চন্দ্র টুডু, সহ-সভাপতি শিল্পী মুন্ডা, মহেন্দ্রনাথ সরেন, সদস্য হিসেবে সুমিত কুমার হেমব্রম, সুশান্ত মুর্মু প্রমুখেরা।

No comments:

Post a Comment

Post Top Ad