Dinamkhobar

Post Top Ad

Monday, July 4, 2022

ইসলামপুর মহকুমা শাসকের কাছে ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে দেখা করল আদিবাসীরা।

 

আজ সোমবার ৪ জুলাই উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা শাসকের কাছে নির্দিষ্ট কিছু নামের তালিকা নিয়ে সন্দেহজনক অ-আদিবাসীদের হিয়ারিং এর মাধ্যমে তপশিলি উপজাতি শংসাপত্র বাতিলের দাবি নিয়ে দাবিপত্র দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা। উল্লেখ্য সারা রাজ্য জুড়ে যেভাবে ফেক সার্টিফিকেটধারীরা ছড়িয়ে পড়েছে তাতে করে প্রকৃত আদিবাসীরা তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি থেকে শুরু করে চাকরির তালিকায় অ-আদিবাসীদের নাম নথিভুক্ত হতে দেখা যাচ্ছে। এই নিয়ে আদিবাসীদের মধ্যে ক্ষোভ চরম আকার ধারণ করেছে। সারা রাজ্য জুড়েই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন আধিকারিকদের কাছে ফেক এসটি সার্টিফিকেট ইস‍্যুতে স্মারকলিপি জমা দিয়ে আসছে আদিবাসীরা। আজ ইসলামপুর মহকুমা শাসকের সঙ্গে এই বিষয়ে আদিবাসীরা কথা বলতে গেলে আধিকারিক ওনাদেরকে এই বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি গঙ্গারাম কিস্কু, ইসলামপুর মহকুমার সভাপতি বিশু কিস্কু, সম্পাদক ভীম সরেন, সহ সম্পাদক শ্যামল মার্ডি, বিকাশ বাস্কে, এডভাইজরি কমিটির সদস্য জাকারিয়াস মার্ডি, কোষাধক্ষ‍্য ছোটো কিস্কু, করনদিঘি ব্লকের চাম্পাই হাঁসদা প্রমুখেরা।

No comments:

Post a Comment

Post Top Ad