Dinamkhobar

Post Top Ad

Friday, July 1, 2022

হুল দিবসে আদিবাসী সংগঠনের স্মারকলিপি, শালবনী হসপিটালে চিকিৎসার সঠিক পরিকাঠাম নেই।

 


একমাত্র নির্ভরযোগ্য শালবনী সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসার সঠিক পরিকাঠামো নেই। এমনটি দাবি আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের। গত ৩০শে জুন সর্বত্র পালিত হলো হুল দিবস। এই দিনেই ১৮৫৫ সালের ৩০ শে জুন সাঁওতাল বিদ্রোহের অমর বীর শহীদ সিধু কানুর নেতৃত্বে ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেওয়া হয়েছিল। তাই এই দিনটি প্রতিবছর সর্বত্র হুল দিবস বলে পালিত হয়। এ বছর পশ্চিম মেদিনীপুর শালবনি ব্লকে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে হুল দিবসটি ভিন্নরূপে পালিত হল। এদিন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে শালবনি সুপার স্পেশালিটি হসপিটালের BMOH কে স্মারকলিপি জমা দেওয়া হয়। সাত দফা দাবিতে এদিন সংগঠনের পক্ষ থেকে স্মরকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের মূল দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি গুলি ছিল। শালবনী সুপার স্পেশালিটি হসপিটালের পরিকাঠামো ও পরিষেবাগত উন্নয়ন করতে হবে। যেমন বিনামূল্যে CT scan, ECG,USG ও ICU চালু করতে হবে। হসপিটালে ব্লাড ব্যাংক পরিষেবা চালু করতে হবে। হসপিটালে বহির্বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা প্রকাশ এবং চিকিৎসার সুব্যবস্থা করতে হবে। শালবনী সুপার স্পেশালিটি হসপিটালে উন্নত গত শিশু বিভাগ চালু করতে হবে। উন্নত যন্ত্রপাতি ও  ডাক্তারদের সহযোগে জরুরী কালীন অপারেশন থিয়েটার চালু করতে হবে। ডাক্তারদের অন্যত্রে বদলি করে হসপিটালের চিকিৎসা ব্যবস্থাকে ব্যাহত করা যাবে না। এবং সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে আরো বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের আনতে হবে। এছাড়া আরো একাধিক দাবিতে এদিন আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগনা মহলের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়। আদিবাসী সংগঠনের পক্ষ থেকে এটাও জানা যায় অবিলম্বে উল্লেখিত দাবি গুলি পূরণ না হলে। তারা বৃহত্তর আন্দোলনের মধ্যে নামবে। কেননা শালবনী এলাকায় একমাত্র নির্ভরযোগ্য শালবনী সুপার স্পেশালিটি হসপিটালেয় রয়েছে বলে দাবি। এনিয়ে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে ওই হসপিটালের চিকিৎসা ব্যবস্থা সচল রাখার জন্য একাধিকবার পথে নামতে দেখা গিয়েছে। এর আগে ওই হসপিটাল কে JSW এর হাতে তুলে দেওয়া হয়েছিল। এনিয়ে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছিল। পরবর্তীতে সরকারের হাতে JSW হসপিটালটি হস্তান্তর করলেও। বর্তমানে চিকিৎসার সঠিক পরিকাঠামো নেই বলে জানা যায়। এদিন হসপিটাল কর্তৃপক্ষ জানায় উপযুক্ত টেকনিশিয়ান ও ডাক্তারের অভাবে বর্তমানে চিকিৎসার সঠিক পরিকাঠামও নেই। সংগঠনের দাবি দাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যাতে হসপিটালে সুষ্ঠু চিকিৎসার পরিকাঠামো ফিরিয়ে আনা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad