Dinamkhobar

Post Top Ad

Saturday, June 25, 2022

পুরুলিয়ার জেলাশাসক ও পিও কাম ডিডাব্লিউও আধিকারিকের সঙ্গে দেখা করল আদিবাসীরা।


 আশা কর্মীদের নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট লিস্টে সংরক্ষণ এর উল্লেখ না থাকা, আদিবাসী হোস্টেল বন্ধ থাকা, একলব‍্য আবাসিক স্কুল শুরু না হওয়া এবং ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে সরকারের নিষ্ক্রিয় মনোভাব উল্লেখ করে পুরুলিয়া জেলা শাসক এবং পিও কাম ডিডাব্লিউও আধিকারিকের সঙ্গে দেখা করল পুরুলিয়ার আদিবাসীরা। উল্লেখ্য পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখা বিগত এক মাস যাবত একনাগাড়ে বিভিন্ন আধিকারিক এর কাছে আদিবাসীদের বিভিন্ন ইস্যুতে স্মারকলিপি জমা দিয়েছে। সারা রাজ্য জুড়ে যেভাবে ফেক এসটি সার্টিফিকেট ধারীরা ছড়িয়ে পড়েছে তাতে করে প্রকৃত আদিবাসীরা তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারই প্রতিরোধে সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা বিভিন্ন আধিকারিকদের কাছে ও জনপ্রতিনিধিদের কাছে স্মারকলিপি জমা দিচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে পজেটিভ ফলাফল পাওয়া গেলেও অধিকাংশ ক্ষেত্রেই আধিকারিকদের পক্ষ থেকে কোন সাড়া শব্দ মিলছে না বলে অভিযোগ করছে আদিবাসীরা। তবে এর বিহিত না হওয়া পর্যন্ত আদিবাসীরা আন্দোলন থেকে কোন অবস্থাতেই সরে দাঁড়াবে না বলে জানিয়েছে। আজ ২৪শে জুন ২০২২ শুক্রবার আধিকারিকদের সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক গণেশ চন্দ্র মাহালী, কোষাধ্যক্ষ কল্যাণ হেমব্রম, রাজ্য শৃঙ্খলা কমিটির সদস্য রাম পদ সিং সর্দার, বান্দোয়ান ব্লক সম্পাদক বঙ্কিমচন্দ্র হেমব্রম, উপদেষ্টা কমিটির সদস্য মথুর চন্দ্র মাহালী সহ তুষার টুডু, দীনবন্ধু মাহালী, মঙ্গল মাঝি, হালিম মান্ডি প্রমুখেরা।

No comments:

Post a Comment

Post Top Ad