গত ১৩ই জুন সোমবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দক্ষিণ ২৪ পরগণা জেলা শাখার পক্ষ থেকে আদিবাসীরা বারুইপুর মহকুমা শাসকের কাছে নির্দিষ্ট সন্দেহজনক কিছু সন্দেহজনক এসটি সার্টিফিকেট ধারী ব্যক্তিবর্গের জাতিগত শংসাপত্র বাতিলের দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন। উল্লেখ্য এদিন মহকুমা শাসকের সঙ্গে পুনঃ সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও মহকুমা শাসক অনুপস্থিত থাকায় দায়িত্ব প্রাপ্ত আধিকারিক ডেপুটি ম্যাজিস্ট্রেট এন্ড ডেপুটি কালেক্টর সত্যজিত বিশ্বাসের সঙ্গে দীর্ঘ সময় ধরে ১৮ জন সন্দেহজনক ব্যক্তিদের নিয়ে আলোচনা করলেন। যদিও আক্ষেপের সুরে আধিকারিক জানান যে উনি এই ইস্যুতে সিআরআই দপ্তরে চিঠি পাঠালেও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো উত্তর মেলেনি তাই পুনরায় তদন্ত করার জন্য অতিসত্বর রিমাইন্ডার দেবেন এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক মহাশয়কে ই-মেল করবেন বলে জানিয়েছেন। বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে রি- ভিজিটে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সহ-সভাপতি শিল্পী মুন্ডা, দক্ষিণ ২৪ পরগণা জেলা শাখার সভাপতি
নিরঞ্জন সরেন, জেলা কোষাধ্যক্ষ বিধান হাঁসদা।

No comments:
Post a Comment