Dinamkhobar

Post Top Ad

Tuesday, June 21, 2022

ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে বিষ্ণুপুর মহকুমা শাসকের সঙ্গে দেখা করল আদিবাসী কল্যাণ সমিতি।

 

ফেক এসটি সার্টিফিকেটধারী দের দৌরাত্বে প্রকৃত আদিবাসীরা কোণঠাসা। সারা রাজ্য জুড়ে ছেয়ে গেছে ফেক এসটি সার্টিফিকেটধারী মানুষজন। স্বভাবতই শিক্ষা, চাকরিসহ জনপ্রতিনিধি মূলক ক্ষেত্রগুলোতে প্রকৃত আদিবাসীরা তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এরূপ শোষণ ও বঞ্চনার প্রতিরোধে আদিবাসীরা একজোট হয়ে সারা রাজ্য জুড়ে বিভিন্ন রকম প্রতিবাদে সামিল হচ্ছে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে বিভিন্ন আধিকারিক এবং আদিবাসী জনপ্রতিনিধিদের কাছে এর প্রতিবাদ স্বরূপ স্মারক লিপি জমা দিচ্ছে। গ্রামে গ্রামে জনসচেতনতা বাড়ানোর সঙ্গে সঙ্গে আদিবাসী মেলা ও উৎসবে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে তারা। ২১ জুন ২০২২ মঙ্গলবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বাঁকুড়া জেলা শাখার পক্ষ থেকে বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে ফেক এসটি সার্টিফিকেটধারী দের বিরুদ্ধে ব্যবস্থা সহ সন্দেহভাজন আদিবাসী ব্যক্তিদের হেয়ারিং এর মাধ্যমে জাতিগত শংসাপত্র বাতিলের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়। ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সহ-সম্পাদক নিবারণ কিস্কু এবং বাঁকুড়া জেলা শাখার কোষাধ্যক্ষ রাজেশ্বর মাণ্ডি সহ কোষাধ্যক্ষ যতীন্দ্রনাথ কিস্কু সহ কানাইলাল মুর্মু প্রমুখেরা।

No comments:

Post a Comment

Post Top Ad