Dinamkhobar

Post Top Ad

Thursday, June 23, 2022

হলদিয়া SDO অফিসে আদিবাসী কল্যাণ সমিতির বিক্ষোভ সমাবেশ।

 

সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে ফেক এসটি সার্টিফিকেটধারী ছড়িয়ে পড়েছে তাতে করে রাজ্যের প্রকৃত আদিবাসীরা সত্যিই চিন্তিত। গত দেড় বছর যাবৎ বিভিন্ন সরকারি আধিকারিক সহ আদিবাসী জনপ্রতিনিধিদের কাছে আবেদন নিবেদন করেও এ বিষয়ে কোনো সুরাহা পাওয়া যায়নি। তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে হলদিয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি গ্ৰহণ করা হয়। আজ ২৩ জুন বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ হয় বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। বিক্ষোভ সমাবেশের নেতৃত্বে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাখার সভাপতি বিনয় কৃষ্ণ মান্ডি, সম্পাদক জলেশ্বর মুর্মু, কোষাধক্ষ্য উপেন্দ্রনাথ মুর্মু ও ঝাড়গ্রাম জেলা শাখার সভাপতি বৈদ্যনাথ হাঁসদা প্রমুখেরা। সংগঠনের দাবি যে ভাবে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য চাকরির মেরিট লিস্টে এসটি ক্যাটাগরির লিস্ট বের হচ্ছে তাতে অ-আদিবাসীদের নাম চোখে পড়ার মতো। তারা কিভাবে এসটি সার্টিফিকেট সংগ্রহ করলো তারই সদুত্তর পেতে হলদিয়া এসডিও অফিসের প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। যেহেতু এসটি সার্টিফিকেট সাধারণত SDO অফিস থেকে দেওয়া হয় তাই ভবিষ্যতে যাতে কোন রকম ভুয়ো এসটি সার্টিফিকেট SDO অফিস থেকেই ইস্যু না হয় তার জন্য এই বিক্ষোভ সমাবেশ। তাছাড়া যে সমস্ত ভুয়ো ST সার্টিফিকেট হলদিয়া SDO অফিস থেকে ইস্যু করা হয়েছে সেই সার্টিফিকেট গুলো অবিলম্বে বাতিল করার জোরালো দাবি জানানো হয়েছে বলে বিক্ষোভকারীরা জানান।

No comments:

Post a Comment

Post Top Ad