Dinamkhobar

Post Top Ad

Sunday, June 19, 2022

নদীয়া জেলায় গ্রামে গ্রামে ফেক এসটি সার্টিফিকেট ধারীদের বিরুদ্ধে জনসচেতনতা শিবির আদিবাসী কল্যাণ সমিতির।


 ফেক এসটি সার্টিফিকেট ধারী দের বিরুদ্ধে আন্দোলনে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি রনং দেহী মূর্তি ধারণ করেছে। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিভিন্ন আদিবাসী গ্রামে গিয়ে সচেতনতা শিবিরের মাধ্যমে ফেক এসটি সার্টিফিকেট ধারী দের বিরুদ্ধে জনসচেতনতা মূলক প্রচার সহ বিভিন্ন আধিকারিকদের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে তারা। আদিবাসীদের বিভিন্ন রকমের মেলা বা উৎসবেও জোরকদমে প্রচার চালানো হচ্ছে আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে। বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে এযাবত বেশ কিছু সন্দেহজনক অ-আদিবাসীদের আদিবাসী শংসাপত্র বাতিল করা সম্ভব হয়েছে এবং এনাদের মধ্যে বেশ কিছু ব্যক্তিবর্গ আদিবাসীদের সংরক্ষিত তালিকায় চাকরিতে যোগদান করার জন্য পুলিশ প্রশাসনের কাছে অভিযোগের পাশাপাশি আইনি প্রক্রিয়ায় তাদের চাকরি বরখাস্তের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য গত ১২ জুন চাকদহের বাগানপাড়া এলাকায় মাঃমড়ে পরবে পশ্চিমবঙ্গ কল্যান সমিতির পক্ষ থেকে স্টল সহযোগে ব্যাপক প্রচার চালানো হয়। এছাড়াও ১৮ জুন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে কালীগঞ্জ ব্লক এর কমল ডাঙ্গা গ্রামে সচেতন শিবিরের আয়োজন করা হয়েছিল এবং ১৯ জুন বিহারিপাড়াতে হরিণঘাটা ব্লক কমিটি গঠনের উদ্দেশ্যেও পকেট মিটিং এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাবলু হেম্ব্রম, দিলীপ হেম্ব্রম, লক্ষন হাঁসদা সহ জেলা কমিটির পক্ষে রাজেন্দ্র নাথ মুর্মু, চক্রধর টুডু, সিতারাম হেম্ব্রম, বিজয় মুর্মু এবং চাকদহ ব্লক কমিটির পক্ষে শিবু হাঁসদা, রবিন মান্ডি, ভুণ্ডৌ কিস্কু প্রমুখেরা ৷

No comments:

Post a Comment

Post Top Ad