Dinamkhobar

Post Top Ad

Sunday, June 12, 2022

পূর্বস্থলীতে গঠিত হল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি।

 

সারা রাজ্য জুড়ে যেভাবে ফেক এসটি সার্টিফিকেটধারী ছড়িয়ে পড়েছে তাতে করে রাজ্যের প্রকৃত আদিবাসীরা সত্যিই চিন্তিত। গত দেড় বছর যাবৎ বিভিন্ন সরকারি আধিকারিক সহ আদিবাসী জনপ্রতিনিধিদের কাছে আবেদন নিবেদন করে এ বিষয়ে কোনো সুরাহা পাওয়া যায়নি। ফেক এসটি সার্টিফিকেটধারী দের প্রতিরোধে আদিবাসীরা একজোট হয়ে গঠন করেছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং এই সমিতির পক্ষ থেকে এ যাবৎ সারা রাজ্য জুড়ে সতেরোটি জেলায় জেলা কমিটি গঠন হয়েছে। গত কুড়ি মার্চ ২০২২ প্রথম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনের পর থেকেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় ব্লক কমিটি গঠনের তোড়জোড় পুরোদমে শুরু হয়েছে। আদিবাসীদের বিভিন্ন মেলা, পাতা পরব এবং মনীষীদের জন্ম ও মৃত্যু দিবসে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ফেক এসটি সার্টিফিকেট ধারী দের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে বেশ কিছু জেলার প্রায় সব কটা ব্লক কমিটি গঠন করা সম্ভব হয়েছে এরই সঙ্গে সঙ্গে বিভিন্ন আধিকারিকদের কাছে স্মারকলিপি দেওয়ার কাজও পুরোদমে চলছে। আজ ১২ জুন ২০২২ রবিবার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পূর্বস্থলী ১ এবং ২ নম্বর ব্লকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ব্লক কমিটি গঠন করা হলো। সেখানে আদিবাসী পুরুষ ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সেনট্রাল কমিটির সভাপতি মিতন চন্দ্র টুডু, সহ সভাপতি সোম মুরমু। এছাড়াও পূর্ব বর্ধমান জেলার সম্পাদক শিবনাথ মুর্মু, সমায় হাঁসদা, লখীরাম কিস্কু, সমর মুর্মু সহ অন্যান্যরা। পূর্বস্থলী ১ ও ২ নম্বর ব্লক কমিটির সম্পাদক হিসেবে সুকলাল মান্ডি, সভাপতি হিসেবে কুনু মান্ডি এবং ক্যাশিয়ার হিসেবে সুনীল মান্ডি মনোনীত হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad