Dinamkhobar

Post Top Ad

Thursday, June 2, 2022

ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে কাটোয়া মহকুমা শাসকের কাছে এবার ডেপুটেশন দিল আদিবাসীরা।

 

সারা রাজ্য জুড়ে বিভিন্ন মহকুমা শাসক, জেলা শাসক সহ পিও কাম ডিডাব্লিউও ডিপার্টমেন্টে ডেপুটেশন জমা দিচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। উল্লেখ্য সারা রাজ্য জুড়ে যেভাবে ফেক এসটি সার্টিফিকেটধারী দের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাতে করে প্রকৃত আদিবাসীরা তাদের যাবতীয় সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে আক্রোশ পোষণ করছে আদিবাসীরা। এই নিয়ে আদিবাসীদের মধ্যে ক্ষোভ ক্রমেই চরম আকার ধারণ করছে। এজাতীয় শোষণ ও বঞ্চনার প্রতিরোধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজ্যের সতেরটি জেলাতে বিভিন্ন সংশ্লিষ্ট আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে নিজেদের প্রতিবাদ জ্ঞাপন করছেন। ১ জুন বুধবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে কাটোয়া মহকুমা শাসকের কাছে নির্দিষ্ট কিছু নামের তালিকা ধরে হেয়ারিং এর মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিবর্গদের তপশিলি উপজাতিগত শংসাপত্র বাতিলের দাবি নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাখার সম্পাদক শিবনাথ মুরমু, কোষাধক্ষ্য চাঁদমোহন হাঁসদা সহ মঙ্গল মান্ডি, চন্ডীচরন কিস্কু, শ্রীনাথ টুডু ও অন্যান্য সদস্যবৃন্দ।

No comments:

Post a Comment

Post Top Ad