Dinamkhobar

Post Top Ad

Tuesday, May 31, 2022

নদীয়ার তেহট্টোতে এসডিওর কাছে ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে আদিবাসী কল্যাণ সমিতি।

 

মঙ্গলবার ৩১ শে মে ২০২২ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নদীয়া জেলা শাখার পক্ষ থেকে আদিবাসীদের মহকুমা শাসকের সঙ্গে এসটি সার্টিফিকেট ইস্যুতে দেখা করল। ইতিপূর্বে এই একই ইস্যুতে তেহট্টর শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার কথা বলা হলেও এতদিন পরে সেই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিক কী পদক্ষেপ নিয়েছেন তা জানতেই আজকের ডেপুটেশন আদিবাসীদের। এরই সঙ্গে সঙ্গে নতুনভাবে কিছু সন্দেহজনক অ-আদিবাসীদের জাতিগত শংসাপত্র হেয়ারিং এর মাধ্যমে বাতিলের দাবি নিয়ে একটি দাবিপত্র পেশ করা হয়। সদস্যদের সাথে আলোচনার সময়ে আধিকারিক জানিয়েছেন পূর্বের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে যে ব্যক্তির বিরুদ্ধে অনৈতিকভাবে জাতিগত শংসাপত্র তৈরীর অভিযোগ এসেছিল তার জাতিগত শংসাপত্র ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। সারা রাজ্য জুড়ে ফেক এসটি সার্টিফিকেট ধারীদের প্রতিরোধের জন্য পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন জেলার জেলাশাসক, মহকুমা শাসক এবং আধিকারিকের কাছে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকের স্মারকলিপি প্রদানে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নদীয়া জেলা শাখার সভাপতি সুনিল হাঁসদা, সম্পাদক বিজয় মুরমু, কোষাধ্যক্ষ সুখেন্দু সরেন, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বাপি সর্দার, ভরত সরেন সহ আরো অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad