Dinamkhobar

Post Top Ad

Tuesday, May 24, 2022

অলচিকি লিপিতে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের নাম লেখা হলেও আদিবাসীরা ক্ষুব্দ ।

 

সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের নাম লেখা হলেও আদিবাসীরা ক্ষুব্দ। পশ্চিম মেদিনীপুর গড়বেতা ৩নং ব্লকের ৮নং নলবনা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের নাম অলচিকি লিপি লেখা হয়। কার্যালয়ের নাম অলচিকি লিপিতে লেখা হলেও তা ভুল। এমনটি দাবি করেছেন এলাকার অধিবাসীরা। ওই এলাকার আদিবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের নাম অলচিকি লিপিতে যাতে লেখা হয়। এনিয়ে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকেও স্মারকলিপি জমা দেওয়া হয়। কিন্তু শেষমেস অলচিকি লিপিতে লেখা হলেও তা ভুল করা হয়েছে বলে আদিবাসীদের দাবি। এনিয়ে গত ২৩শে মে পারগানা মহল ও বাগাখুলিয়া আদিবাসী সাঁওতা সুসার ক্লাবের পক্ষ থেকে প্রধান কে স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে এটাও জানা যায় যে অলচিকি লিপির ষষ্ঠা পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে লেখা হয়। তাও আবার অলচিকি লিপি তে ভুলভাল লেখা হয়েছে। অলচিকি লিপিতে ভুলভাল লিখে পন্ডিত রঘুনাথ মুরমু কে অপমান করা হচ্ছে বলেও দাবি করেছে আদিবাসী সংগঠন। এদিন সংগঠনের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে ৪৮ ঘণ্টার মধ্যে ভুল সংশোধনের জন্য প্রধানকে বলা হয়েছে। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের লেখা সংশোধন না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে আদিবাসীদের দাবি। এদিন নলবনা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের প্রধান অজয় কুমার সৌ জানান যদি কোন ভুল হয়ে থাকে তা সংশোধন করে দেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad