Dinamkhobar

Post Top Ad

Monday, May 23, 2022

মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা শাসকের কাছে ফেক এসটি ইস্যু নিয়ে আদিবাসীরা।

 

সারা রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে জেলাশাসক এবং মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেওয়ার প্রক্রিয়া আবারো জোরকদমে শুরু করেছে আদিবাসীরা। নাম ধরে ধরে সুনির্দিষ্ট সন্দেহজনক অ-আদিবাসীদের নামের তালিকা নিয়ে মহকুমা শাসকের কাছে হেয়ারিং এর আবেদন রাখছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। ইতিমধ্যেই অনেক মহকুমা শাসক হেয়ারিং এর মাধ্যমে বেশ কিছু অ-আদিবাসীদের আদিবাসী শংসাপত্র বাতিল করেছে বলেও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ ২৩ মে ২০২২ সোমবার মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে আদিবাসীরা জঙ্গিপুর মহকুমা শাসকের সঙ্গে ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে দেখা করেন। সংশ্লিষ্ট আধিকারিক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে অতিসত্বর হেয়ারিং এর মাধ্যমে সন্দেহজনক আদিবাসীদের ইস্যু করা সার্টিফিকেট বাতিল করবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বেশ কিছু সন্দেহজনক আদিবাসীদের হেয়ারিং এর মাধ্যমে এসটি সার্টিফিকেট বাতিলের ঘটনায় অ্যাসোসিয়েশনের সদস্যদরা স্বভাবতই উচ্ছ্বসিত। জঙ্গিপুর মহকুমা শাসকের কাছে আজকের ডেপুটেশনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সহ-সভাপতি জামিন হাঁসদা, জেলা শাখার আহ্বায়ক মনোরঞ্জন সরেন সহ সভাপতি মাইকেল মুর্মু কোষাধ্যক্ষ বৈদ্যনাথ মুর্মু এছাড়াও সাধারণ সদস্য হিসেবে নীতিন হাঁসদা, দিলীপ হেমব্রম, তারক সর্দার, গুলু সরেন, সনাতন মুর্মু প্রমুখেরা।

No comments:

Post a Comment

Post Top Ad