Dinamkhobar

Post Top Ad

Tuesday, May 31, 2022

সন্দেহজনক আদিবাসীদের জাতিগত শংসাপত্র বাতিলের দাবি নিয়ে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে আদিবাসীরা।

 

গত ৩০ শে মে সোমবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পশ্চিম বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হল। নির্দিষ্ট কিছু অ-আদিবাসীদের হেয়ারিং এর মাধ্যমে আদিবাসী শংসাপত্র বাতিলের দাবি নিয়ে এদিন স্মারকলিপি দেওয়া হয়েছে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য চলতি বছরের জানুয়ারি মাসের ১৩ তারিখ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই ইস্যুতে দাবিপত্র দেওয়া হয়েছিল। দীর্ঘ পাঁচ মাস অতিক্রান্ত হলেও কেন দুর্গাপুরের জেলাশাসক পূর্বের দাবীপত্রের পরিপ্রেক্ষিতে কোন পদক্ষেপ নেয়নি সেই বিষয়ে জানতে চাওয়া হলে মহকুমা শাসক জানান দুয়ারে সরকার প্রকল্প সহ ভোটের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ততার কারণেই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারেন নি। যদিও আগামী এক মাসের মধ্যেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। এদিনের ডেপুটেশনে উপস্থিত পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক পার্শাল কিস্কু জানান আগামী এক মাসের মধ্যে যদি মহকুমা শাসক এই ইস্যুতে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীদেরকে একজোট করে বৃহৎ আকারে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গণডেপুটেশন দেওয়া হবে। প্রসঙ্গত সারা পশ্চিমবঙ্গ রাজ্য ব্যাপী এসটি সার্টিফিকেটধারী অ-আদিবাসীদের দেখা যাচ্ছে যারা রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এবং চাকরিতে আদিবাসীদের জন্য সংরক্ষিত তালিকায় স্থান পাচ্ছে। ফলে বঞ্চিত হচ্ছে প্রকৃত আদিবাসীরা। এই নিয়ে আদিবাসীদের মধ্যে ক্ষোভ ক্রমেই চরম আকার ধারণ করছে। এজাতীয় ফেক এসটি সার্টিফিকেট ধারী দের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের জন্যই সারা রাজ্য জুড়ে প্রায় সতেরটি জেলাতে বিভিন্ন মহকুমা শাসক এবং জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এবং ব্লক কমিটি গঠনসহ গ্রামে-গঞ্জে এবং শহরতলীতে জনসচেতনতা মূলক প্রচারের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে চাইছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। এদিন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকেও ছাত্রছাত্রী এবং বেশ কিছু আদিবাসী পুরুষ এবং মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওই দিন স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পশ্চিম বর্ধমান জেলা শাখার সম্পাদক পবন চন্দ্র সরেন, সহ-সম্পাদক হিরন্ময় হাঁসদা, কোষাধ্যক্ষ ডমন কিস্কু, রাজ‍্য সম্পাদক পার্শাল কিস্কু ছাড়াও সাধারণ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সিবন কিস্কু, ডঃ বিমল কিস্কু, সুলেখা মান্ডি, মঞ্জু হাঁসদা, শৈলমান মাণ্ডি এবং পলাশডিহা আদিবাসী সুসৌর গাঁওতার অ্যাডভাইজারি কমিটির সদস্য অসিত হাঁসদা সহ আরো অনেকে।

No comments:

Post a Comment

Post Top Ad