Dinamkhobar

Post Top Ad

Saturday, February 2, 2019

সাঁওতালি মিডিয়াম আপার প্রাইমারি স্কুলের জন্য আলোচনা পারগানা বাবাদের

 সাঁওতালি মিডিয়াম আপার প্রাইমারি স্কুলের জন্য আলোচনা পারগানা বাবাদের 
 দিনাম খবর বাহাদুরপুর মুলুক পশ্চিম মেদিনীপুর:- গত বৃহস্পতিবার ভারত জাকাত মাঝি পারগানা মহল এর বাহাদুরপুর  মুলুক গডেত বাবার ডাকে পাঁচখুরি হাই স্কুলের নিকট এক আলোচনা সভার ডাক দিয়েছিল।সংগঠনের কর্তৃপক্ষ পারগানা বাবাদের কাছে থেকে জানা যায় যে বাহাদুরপুর  মুলুক এর বিভিন্ন প্রাইমারি স্কুল গুলিতে বর্তমানে সাঁওতালি মিডিয়াম অলচিকি তে বহু আদিবাসী ছাত্র ছাত্রী পাঠরত। এবং তারা প্রাইমারি স্কুল থেকে বেরিয়ে বর্তমানে হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য যোগ্য কিন্তু দুঃখের বিষয় হলো যে ওই এলাকাগুলোতে বা ওই বাহাদুরপুর মুলুক এর অন্তর্গত কোন সাঁওতালি মিডিয়ামের হাই স্কুল সঠিকভাবে এখনো পর্যন্ত চালু করা যায়নি।পারগানা বাবারা এটাও জানাই যে সাঁওতালি মিডিয়াম অল চিকি তে চালু হয়েছে ঠিকই কিন্তু সেই সাথে সাথে যেসব আদিবাসী ছাত্র ছাত্রীরা বর্তমানে প্রাইমারি স্কুলগুলোতে পাঠরত তারা যাতে অতি শীঘ্রই আপার প্রাইমারি স্কুল পাই তার জন্য তারা সেদিন আলোচনা করে। সংগঠনের কর্তৃপক্ষ থেকে এটাও জানা গেছে যে ওই এলাকাগুলোতে অর্থাৎ বাহাদুরপুর মুলুক তে যে সমস্ত আদিবাসী ছাত্র ছাত্রীরা সাঁওতালি মিডিয়ামে প্রাইমারি তে পড়াশোনা করেছে তাদেরকে হাইস্কুলে ভর্তি করতে বেশ সমস্যা দেখা দিয়েছে। সাঁওতালি মিডিয়ামে যে সমস্ত ছাত্রছাত্রী প্রাইমারি তে পড়াশোনা করেছে এবং বর্তমানে সাঁওতালি মিডিয়ামে হাইস্কুলে ভর্তি করার জন্য অভিভাবকরা নিজেদের ছেলেমেয়েকে অন্যত্রে পাঠাতে বাধ্য হচ্ছে। বর্তমানে বাহাদুরপুর মুলুকের শিক্ষার সমস্যা নিয়ে তারা শিক্ষা দপ্তরে লিখিত ভাবে জানিয়েছে বলে জানা যায় এবং আবার পরে লিখিতভাবে তারা জানাবে বলে সেদিন পারগানা বাবারা জানাই।ঐদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের  পশ্চিম মেদিনীপুর জেলা এডভাইজার দুলাল হেমরম আসেকার  সুবোধ হেমরম বাহাদুরপুর মুলুক পারগানা জয়রাম কিস্কু জগপারগানা সনাতন কিস্কু মুলুক গডেত বিপিন মুর্মু এবং পিপিড়ি পীড় এর সদস্য ও কর্মীরা।

No comments:

Post a Comment

Post Top Ad