Dinamkhobar

Post Top Ad

Sunday, February 3, 2019

সাঁওতালি তে ডিপ্লোমা কোর্স করার জন্য ভর্তি চলিতেছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি তে


 সাঁওতালি তে ডিপ্লোমা কোর্স করার জন্য ভর্তি চলিতেছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি তে

 দিনাম খবর বিদ্যাসাগর ইউনিভার্সিটি:-  সাঁওতালি মিডিয়াম অলচিকি তে চালু হলো এ বছর থেকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ডিপ্লোমা কোর্স করার জন্য সুবর্ণ সুযোগ। এই কোর্সের সুবিধা পাবেন সেসব ছাত্রছাত্রী যেসব ছাত্রছাত্রী এইচএস পাস করেছে  অথচ পার্সেন্টেজ হয়নি এবং যারা গ্রেজুয়েশন কমপ্লিট করতে পারেনি তারাও এই ডিপ্লোমা কোর্স করতে পারবে।এই ডিপ্লোমা কোর্সটি এক বছরের কোর্স এবং দুটো সেমিস্টার এই কোর্সটি কমপ্লিট করা হবে। এই ডিপ্লোমা কোর্সের জন্য আরও বিস্তারিত জানার জন্য বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা সরাসরি বিদ্যাসাগর ইউনিভার্সিটি তে যোগাযোগ করতে পারেন। সাঁওতালি মিডিয়াম ডিপ্লোমা কোর্সের জন্য ভর্তি হওয়ার লাস্ট ডেট হল পনেরোই ফেব্রুয়ারি । সাঁওতালি মিডিয়ামে আরো বিস্তারিত জানার জন্য সাঁওতালি ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত গমকে ডঃ রতন হেমব্রম এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
ডঃ রতন হেমব্রম 
৯০০৬০৫৯০৭৬

No comments:

Post a Comment

Post Top Ad