Dinamkhobar

Post Top Ad

Wednesday, January 30, 2019

একদিনের জন সান্তালি উইকিপিডিয়া হোয়াটস্যাপ ট্রেনিং সম্পূর্ণ হলো

একদিনের জন সান্তালি উইকিপিডিয়া  হোয়াটস্যাপ ট্রেনিং সম্পূর্ণ হলো

 দিনাম খবর শান্তিনিকেতন ৩০শে  জানুয়ারি:- বিশ্বভারতী শান্তিনিকেতন  সান্তালি ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী দের সহযোগিতায়  একদিনের জন সান্তালি উইকিপিডিয়া  হোয়াটস্যাপ ট্রেনিং সম্পূর্ণ হলো গত ২৯শে জানুয়ারি মঙ্গলবার বিশ্বভারতী ইউনিভার্সিটি তে। ঐদিন বিশ্বভারতী ইউনিভার্সিটি তে সানতালি উইকিপিডিয়া নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয় এবং উইকিপিডিয়া কি এবং কিভাবে আমরা আমাদের নিজেদের সাঁওতালি ভাষায় উইকিপিডিয়া তে কিভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারি তা নিয়ে ওই দিন আলোচনা হয়েছে। সাঁওতালি উইকিপিডিয়া হোয়াটস্যাপ ট্রেনিংয়ের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সাঁওতালি উইকিপিডিয়া এডমিন মানিক সরেন, অশ্বনী বানজান মুর্মু সানতালি উইকিমিডিয়া এডমিন(ভারত), ধনেশ্বর মাঝি টিচার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ সানতালি বিশ্বভারতী ইউনিভার্সিটি শান্তিনিকেতন। ঐদিন সাঁওতালি উইকিপিডিয়া হোয়াটস্যাপ ট্রেনিংয়ে বিশ্বভারতী ইউনিভার্সিটির সাঁওতালি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে অন্য ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীদের বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad