Dinamkhobar

Post Top Ad

Saturday, February 9, 2019

করঞ্জিয়া অটোনমাস কলেজ সাঁওতালিতে পড়াশোনা জন্য কলেজ কর্তৃপক্ষের নিকট দাবি পত্র পেশ

করঞ্জিয়া অটোনমাস কলেজ সাঁওতালিতে পড়াশোনা জন্য কলেজ কর্তৃপক্ষের নিকট দাবি পত্র পেশ
 দিনাম খবর করনজিয়া উড়িষ্যা:- গত ৭ই ফেব্রুয়ারি করনজিয়া অটোনমাস কলেজে সাঁওতালি বিভাগ গঠনের জন্য কলেজ কর্তৃপক্ষের নিকট দাবি পত্র পেশ করা হল। কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি পত্র পেশ করেন ময়ূরভঞ্জ আদিবাসী স্টুডেন্ট এসোসিয়েশন (masa)। সংগঠনের সভাপতি বারিয়াড় হেমরম জানান যে অন্যান্য কলেজে যে রকম সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করা হচ্ছে এবং সাঁওতালিতে আলাদা ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে এবং তারাও চাইছে যে তাদের কেউ সেই কলেজে সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয় তাই তারা ঐদিন কলেজ কর্তৃপক্ষের নিকট দাবি পত্র পেশ করেন। ময়ূরভঞ্জ আদিবাসী স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ঐদিন কলেজ কর্তৃপক্ষ কে সি মিশ্র এর নিকট চার দফা দাবি পত্র পেশ করেন। ঐদিন তারা এটাও জানাই যে ওই কলেজে উড়িয়া চিকিতে যে রকম ভাবে স্পেশালভাবে পড়াশোনা করা হয়েছে সেই রকম ভাবে ওই কলেজে সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করা হয় তাই কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। করঞ্জিয়া অটোনমাস কলেজ তারা দীর্ঘ দুই বছর ধরে আবেদন করে আসছে যে তারা ওই কলেজে সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করতে পারে। ঐদিন তারাও কলেজ কর্তৃপক্ষকে এটাও জানাই যে বয়েজ ও গার্লস আলাদা কমনরুম ও টয়লেট  তৈরি করা হয়।

1 comment:

Post Top Ad